Khalistani Terrorist Killing Row: এনকাউন্টারের পর দিল্লি থেকে গ্রেফতার খালিস্তানি জঙ্গিদের ২ লিঙ্কম্যান

সোমবার থেকে দিল্লিতে শুরু হয় এনকাউন্টার। রবিবারের পর সোমবারও খালিস্তানি জঙ্গিদের লিঙ্কম্যান, ওই দুই ববন্দুকবাজের সঙ্গে দিল্লি পুলিশের বিশেষ দলের এনকাউন্টার হয়।

Khalistan Referendum event in Canada (Photo Credit: Twitter)

দিল্লি, ২৭ নভেম্বর: খালিস্তানি জঙ্গিদের লিঙ্কম্যান হিসেবে কাজ করা এক বন্দুকবাজকে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ দল। অর্শ্বদীপ আলিয়াস ওরফে আরস দালাকে এনকাউন্টারের পর গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ দল। সোমবার থেকে দিল্লিতে শুরু হয় এনকাউন্টার। রবিবারের পর সোমবারও খালিস্তানি জঙ্গিদের লিঙ্কম্যান, ওই দুই ববন্দুকবাজের সঙ্গে দিল্লি পুলিশের বিশেষ দলের এনকাউন্টার হয়। এরপরই ২ জনকে করা হয় গ্রেফতার। পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই দুই খালিস্তানি জঙ্গিকে। এক পাঞ্জাবি গায়কের উপর হামলার চক্রান্ত করা হয়, পুলিশের তথ্য অনুযায়ী। ওই পাঞ্জাবি গায়কের উপর হামলার চক্রান্তের কথা  জানতে পেরেই খালিস্তানি জঙ্গিদের ওই দুই লিঙ্কম্যানকে গ্রেফতার করা হয়।

পাঞ্জাবে একটি মামলার জেরে গ্রেফতারের পর পেরোলে ছাড়া হয় ২  লিঙ্কম্যানকে। পেরোলে ছাড়া পাওয়ার পর দুজনেই বেপাত্তা হয়ে যায়। এরপরই ওই দুজন পাঞ্জাবি গায়কের উপর হামলার চক্রান্ত করে।