Khalistani Row: কানাডায় হিন্দু মন্দিরে হামলা, কড়া নজর ভারতের, জানাল বিদেশ মন্ত্রক

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কানাডা সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে সমানে যোগাযোগ করা হচ্ছে। ওই ঘটনার সঙ্গে যুক্তরা কোনভাবে ছাড় যাতে না পায়, সেই বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান রণধীর জয়সওয়াল।

Canada Situation (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৪ নভেম্বর: ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরে (Hindu Temple) খালিস্তানিদের (Khalistani) হামলার ঘটনায়  কানাডার (Canada) সঙ্গে ভারতের (India) দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তাপ বাড়ছে।  কানাডার মন্দিরে খালিস্তানিদের হামলা ঘটনায় ভারতের তরফে কড়া নিন্দা করা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কানাডা সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে সমানে যোগাযোগ করা হচ্ছে। ওই ঘটনার সঙ্গে যুক্তরা কোনভাবে ছাড় যাতে না পায়, সেই বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান রণধীর জয়সওয়াল।

আরও পড়ুন: Canada Row: কানাডার মন্দিরে হিন্দুদের মারধর করল খালিস্তানিরা, ভারতে নিষিদ্ধ জঙ্গিদের বাড়বাড়ন্ত ট্রুডোর দেশে, নজর দিল্লির

কানাডার ব্রাম্পটনে অবস্থিত মন্দিরে হাজির হিন্দু ভক্তদের মারধর করে খালিস্তানি (Khalistani) জঙ্গিরা। নিষিদ্ধ খালিস্তানিরা কীভাবে হিন্দু মন্দিরে থাকা মানুষজনকে মারধর করে, তা নিয়ে প্রশন উঠতে শুরু করে। শুধু তাই নয়, নিষিদ্ধ খালিস্তানিদের হাতে হিন্দুদের মারধরের ঘটনায় জাস্টিন ট্রুডো সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন সে দেশে বসবাসকারী ভারতীয়রা।



@endif