Norovirus: কেরলে হানা দিল সংক্রামক 'নরোভাইরাস', আক্রান্ত ১৩ জন পড়ুয়া
ওয়েনাড়ের পুকডের একটি পশু হাসপাতালে পরপর ১৩ জন আক্রান্ত হন নরোভাইরাসে। যার জেরে ওই এলাকায় আতঙ্ক ছড়ায়।
দিল্লি, ১২ নভেম্বর: কেরলে (Kerala) হানা দিল নরোভাইরাস (Norovirus)। কেরলের ওয়েনাড় জেলায় এই সংক্রামক ভাইরাস হানা দিয়েছে বলে খবর। যা নিয়ে সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে। সংক্রামক এই নরোভাইরাসে আক্রান্ত হলে ডায়রিয়া এবং বমি শুরু হচ্ছে বলে খবর।
জানা যাচ্ছে, ওয়েনাড়ের পুকডের একটি পশু হাসপাতালে (Hospital) পরপর ১৩ জন আক্রান্ত হন নরোভাইরাসে। যার জেরে ওই এলাকায় আতঙ্ক ছড়ায়। ওই পশু হাসপাতালের হস্টেলে যে পড়ুয়ারা রয়েছেন, তাঁদের মধ্যেই নরোভাইরাসের সংক্রমণ ধরা পড়ে বলে খবর।
আরও পড়ুন: Hardik Pandya: হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে দাউদ ঘনিষ্ঠের স্ত্রীর ধর্ষণের অভিযোগ, শোরগোল
নরোভাইরাস যাতে আর ডালপালা বিস্তার করতে না পারে, তার জন্য করা হচ্ছে পদক্ষেপ। আলাপুজ্জা থেকে পরীক্ষার কিট নিয়ে এসে পরীক্ষা শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে। নরোভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভীনা জর্জ বৈঠক শুরু করেছেন স্বাস্থ্য কর্তাদের সঙ্গে। তবে এই মুহূর্তে নরোভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে।