IPL Auction 2025 Live

Kerala: শার্ট-ট্রাউজার পরিহিত মুখ্যমন্ত্রীর ভিডিও শেয়ার করার জন্য সাসপেন্ড পিওন!

শার্ট (shirt) এবং ট্রাউজার (Trousers) পরিহিত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Chief Minister Pinarayi Vijayan) ভিডিও শেয়ার করার জন্য সাসপেন্ড হলেন এক সরকারি কর্মচারী! ওই কর্মচারী সাধারণ প্রশাসন বিভাগে পিওন (Peon) পদে কর্মরত। শার্ট ও ট্রাউজার পরা অবস্থায় বিজয়নের ভিডিওটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিজয়ন দুবাই বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন। তিনি সাদা ফুল হাতা শার্ট ও কালো ট্রাউজার পরে রয়েছেন। সাধারণত, বিজয়নকে ধুতি এবং শার্ট পরেই প্রকাশ্যে দেখা যায়।

Pinarayi Vijayan (Photo Credit: Twitter/ANI)

তিরুবনন্তপুরম, ৩ ফেব্রুয়ারি: শার্ট (shirt) এবং ট্রাউজার (Trousers) পরিহিত কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Chief Minister Pinarayi Vijayan) ভিডিও শেয়ার করার জন্য সাসপেন্ড হলেন এক সরকারি কর্মচারী! ওই কর্মচারী সাধারণ প্রশাসন বিভাগে পিওন (Peon) পদে কর্মরত। শার্ট ও ট্রাউজার পরা অবস্থায় বিজয়নের ভিডিওটি এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিজয়ন দুবাই বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন। তিনি সাদা ফুল হাতা শার্ট ও কালো ট্রাউজার পরে রয়েছেন। সাধারণত, বিজয়নকে ধুতি এবং শার্ট পরেই প্রকাশ্যে দেখা যায়।

এ মণিকুত্তন নামে ওই কর্মচারী একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিজয়নের ওই ভিডিওটি শেয়ার করেন। ভিডিওটি এরপর নানা গ্রুপ ও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিও ভাইরাল হতেই মণিকুত্তনকে সাসপেন্ড করা হয়। অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করেছেন। আরও পড়ুন: Rahul Gandhi: রাহুল গান্ধী কি এখানে চিনকে সমর্থন করতে এসেছেন? খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর

ভিডিওতে, কান্নুরের একজন বিশিষ্ট সিপিএম নেতাকেও মিডিয়ার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। প্রথাগত খাদি শার্ট এবং ধুতির পরিবর্তে শার্ট এবং ট্রাউজার পরেই যুব কংগ্রেসের এক নেতা কীভাবে 'কে-রেল প্রকল্প' নিয়ে সরকারের ডাকা বৈঠকে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন, এই বিষয়ে তিনি কথা বলছেন।