Gautam Adani: ঘুষ কেলেঙ্কারিতে আরও বিপাকে আদানি, সমস্ত চুক্তি বাতিল করল কেনিয়ার সরকার, সরব কংগ্রেস

ঘুষ কাণ্ডের জেরে আরও বিপাকে পড়ল আদানি গ্রুপ। আর্থিক কেলেঙ্কারির কারণে মার্কিন মুলুক থেকে গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Gautam Adani Charged (Photo Credit: X)

ঘুষ কাণ্ডের জেরে আরও বিপাকে পড়ল আদানি গ্রুপ। আর্থিক কেলেঙ্কারির কারণে মার্কিন মুলুক থেকে গৌতম আদানি (Gautam Adani) ও তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেই কেনিয়া সরকার আদানি গ্রুপের সঙ্গে হওয়া যাবতীয় চুক্তি রাতারাতি বাতিল করার ঘোষণা করল। জানা যাচ্ছে, সেদেশে একটি বিমানমন্দর সংস্কার ও সম্প্রসারণ ও বিদ্যুত পরিষেবা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়ছিল আদানিদের সঙ্গে। কিন্তু নিউ ইয়র্ক থেকে আদানি পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলতেই কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়ম রুটো (William Ruto) সাক্ষরিত চুক্তিগুলি বাতিল করার ঘোষণা করেন।

যদিও এই সিদ্ধান্ত যে আমেরিকায় জারি হওয়ার গ্রেফতারি পরোয়ানার কারণেই হয়েছে, তা কিন্তু সরাসরি বলেননি রুটো। বরং তিনি বলেন, আমাদের তদন্তকারী সংস্থা ও অংশীদার দেশগুলি এই চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাই রাতারাতি এই চুক্তিগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সূত্র মারফত জানা যাচ্ছে, কেনিয়া ছাড়াও আরও বেশ কয়েকটি দেশ এই পথেই হাঁটতে চলেছে। ফলে বড়সড় লোকসানের মুখোমুখি হতে চলেছেন গৌতম আদানি। এই বিষয়টি সামনে আসতেই ভারতে শুরু হয়েছে রাজনৈতিক সমালোচনার ঝড়।

স্বাভাবিকভাবেই এই নিয়ে বিজেপিকে বিঁধতে কোনও কসুর ছাড়ছে না কংগ্রেস। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মতে, অবৈধ কার্যকলাপ দীর্ঘদিন ধরেই করে আসছে আদানি। কিন্তু মোদী সরকার বরাবরই তাঁকে বাঁচিয়ে এসেছে। এই ঘটনার কারণে আদপে দেশের ক্ষতি হয়েছে। ফলে অবিলম্বে তাঁকে গ্রেফতার করা উটিত এবং আদানি গ্রুপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত।