Kedarnath Temple Open:ভক্তদের জন্য খুলে গেল কেদারনাথের দরজা, প্রতিকুলতা পেরিয়ে যাত্রা শুরু চার ধামের (দেখুন ভিডিও)
আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতেই সোমবার পালকিতে চড়ে মন্দিরে পৌঁছে গিয়েছেন বাবা কেদারনাথ ৷ ২০ কুইন্টাল ফুলে মন্দির সাজানোর কাজও সম্পূর্ণ হয়েছে৷ অনবরত তুষারপাতের মাঝেই শেষ করা হয়েছে মন্দির খোলার চূড়ান্ত প্রস্তুতির কাজ ৷
দীর্ঘ ছ'মাসের প্রতীক্ষা শেষ ৷ ভক্তদের জন্য কেদারনাথ মন্দিরের (Kedarnath Temple)-দরজা খুলে গেল আজ (২৫এপ্রিল) ভোরে। এদিন সকালে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দিরের দরজা পূণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত জগদগুরু রাওয়াল ভীম শঙ্কর লিং শিবাচার্য। আজই খুলতে চলেছে বদ্রীনাথ মন্দিরের দরজাও। তারপরই পুরোদমে শুরু হয়ে যাবে উত্তরাখণ্ডের চারধাম যাত্রা। এর আগে অক্ষয় তৃতীয়ার দিন খুলে দেওয়া হয় গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের দরজা।
আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতেই সোমবার পালকিতে চড়ে মন্দিরে পৌঁছে গিয়েছেন বাবা কেদারনাথ ৷ ২০ কুইন্টাল ফুলে মন্দির সাজানোর কাজও সম্পূর্ণ হয়েছে৷ অনবরত তুষারপাতের মাঝেই শেষ করা হয়েছে মন্দির খোলার চূড়ান্ত প্রস্তুতির কাজ ৷ আজ সমস্ত আচার অনুষ্ঠানের মাধ্যমে খুলছে মন্দির ৷ ইতিমধ্যেই হাজার হাজার ভক্ত পৌঁছে গিয়েছেন কেদারনাথ ধামে ৷ ভক্তদের হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হবে কেদারনাথের আকাশ বাতাস ৷ আগামী ছ'মাস ভক্তদের ভিড়ে গমগম করবে হিমালয়ের কোলে অবস্থিত এই মন্দির ৷ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই কেদারনাথ ধাম ৷ প্রতি বছর বহু ভক্ত কেদারনাথ দর্শনের জন্য মুখিয়ে থাকেন ৷ আজ থেকে শুরু হল দর্শন ৷ যা চলবে আগামী ৬মাস ৷