Kashmir Turmoil: ১৪৪ ধারা জারির পর 'বড় ঘোষণা'র অপেক্ষায় কাশ্মীর, গৃহবন্দি ওমর আবদুল্লা-মেফবুবা মুফতিরা, চলছে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক
জম্ম-ুশ্রীনগরে জারি ১৪৪ ধারা। ইন্টারনেট পরিষেবা বন্ধ। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সহ রাজ্যের বেশিরভাগ রাজনৈতিক নেতা গৃহবন্দি। রাজ্যের স্কুল-কলেজ বন্ধ।
শ্রীনগর, ৫ অগাস্ট: Kashmir Turmoil। রাজ্যজুড়ে জারি ১৪৪ ধারা। ইন্টারনেট পরিষেবা বন্ধ, একই সঙ্গে বন্ধ ডিটিএইচ পরিষেবা ও টেলিফোন পরিষেবা। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সহ রাজ্যের বেশিরভাগ রাজনৈতিক নেতা গৃহবন্দি। রাজ্যের স্কুল-কলেজ বন্ধ। সব মিলিয়ে জম্মু-কাশ্মীর একেবারে থমথমে। আজ, সোমবার জম্মু-কাশ্মীরে থমথমে পরিস্থিতিতে রাস্তাঘাট শুনশুন। শুধু সেনার ভারী বুটের শব্দ।
এরই মাঝে কাশ্মীর ইস্যুতে লোক কল্যাণ মার্গে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী। শোনা যাচ্ছে এই মন্ত্রিসভার বৈঠকে কাশ্মীর নিয়ে বড় ঘোষণা হতে পারে। আরও পড়ুন- দেশের এক লোকসভা কেন্দ্রে আজ চলছে ভোট
এই বড় ঘোষণার জন্যই নাকি এত কিছু। প্রথমে উপত্যকায় আরও ১০০ কোম্পানি সেনা মোতায়ন করা হয়। তারপর আচমকা অমরনাথ যাত্রীদের ফিরিয়ে নেওয়া হয়। পর্যটকদের ফিরে যেতে বলা হয়। বাইরের রাজ্য থেকে আসা পর্যটকদের ফিরিয়ে দেওয়া হয়। এরপর গতকাল রাতে ওমর আবদুল্লা-মেফবুবা মুফতি সহ রাজ্যের বেশিরভাগ রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করা হয়। রাজ্যে যাতে অশান্তি ছড়িয়ে না পড়ে তার জন্যই নাকি এত কিছু।
গোটা জম্মু-কাশ্মীর এখন তাকিয়ে দিল্লির দিকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র সচিব ও অন্য গুরুত্বপূর্ণ আধিকারিকদের সঙ্গে। জল্পনা, সেই বৈঠকেই নাকি কাশ্মীর নিয়ে গুরত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে।