Son Rapes and Murder Mother: নিজের মা-কে ধর্ষণের চেষ্টায় বাধা পাওয়ায় খুন ছেলের

নিজের মা-কে ধর্ষণের চেষ্টা করার পর, বাধা পেয়ে খুন করল ছেলে। এমনই লজ্জাজনক ঘটনা ঘটেছে কর্ণাটকে।

Representational Image (Photo Credit: Pixabay)

নিজের মা-কে ধর্ষণের চেষ্টা করার পর, বাধা পেয়ে খুন করল ছেলে। এমনই লজ্জাজনক ঘটনা ঘটেছে কর্ণাটকে। দক্ষিণ কর্ণাটকের কান্নাড়া জেলায় এক ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশ এই কথা জানায়। গত ২৬ অক্টোবর কোন্দেলা গ্রামের এই ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

তিনদিন ধরে নিজের ঘরে মরে পড়ে ছিলেন ৬২ বছরের রত্না শেঠি। প্রতিবেশীরা তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে দেখলে দরজা খুলে সেই মহিলার পচা গলা দেহ দেখতে পায়।

দেখুন এক্স

মহিলার খুনের তদন্তে নেনে পলাতক ছেলে রবীরাজ শেঠিকে গ্রেফতারের পর জেরা করে মেলে চাঞ্চল্যকর তথ্য। ধৃত ব্যক্তি স্বীকার করে, ২৬ অক্টোবর রাতে সে তার মা-কে ধর্ষণ করতে গিয়েছিল। কিন্তু মা তাতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হওয়ায় গলা টিপে খুন করে। লোক জানাজানি হওয়ার ভয়ে মায়ের দেহ ঘরে তালাবন্দি করে পালিয়ে যায় সে। পুলিশের কাছে সে সব কথা স্বীকার করে।

Karnataka shocker Son attempts to rape mother kills her