Karnataka Rain Update: বৃষ্টিতে লাল সতর্কতা কর্ণাটকে, স্কুল বন্ধ কেরলে, একনাগাড়ে বর্ষণে ভাসছে দক্ষিণ ভারত
ওয়েনাড়, কান্নুর, কাসারাগড়ে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। কেরলে বৃষ্টির জেরে ইতিমধ্যে ৪ জনের প্রাণ গিয়েছে যা নিয়ে শোক ক প্রকাশ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
দিল্লি, ১৯ জুলাই: বৃষ্টিতে ভাসছে দক্ষিণ এবং পশ্চিম ভারত (India)। আবহাওয়ার পূর্বাভাষ অনুযায়ী, কেরল (Kerala), কর্ণাটক (Karnataka), মহারাষ্ট্র (Maharashtra), গোয়ায় (Goa) শুরু হয়েছে এক নাগাড়ে বৃষ্টি। যার জেরে পশ্চিম এবং দক্ষিণ ভারতের একাধিক জায়গায় সাধারণ জনজীবন ব্যাহত হতে শুরু করেছে। ওয়েনাড়, কান্নুর, কাসারাগড়ে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। কেরলে বৃষ্টির জেরে ইতিমধ্যে ৪ জনের প্রাণ গিয়েছে যা নিয়ে শোক ক প্রকাশ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কেরলে বৃষ্টি জেরে সমস্ত স্কুল, কলজ-সহ শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখার নির্দেষ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Kerala Rain: এক নাগাড়ে বৃষ্টির জেরে কেরলে প্রাণ গেল ৪ জনের, দুঃখপ্রকাশ রাহুল, প্রিয়াঙ্কার
কেরলের পাশাপাশি কর্ণাটকের পরিস্থিতিও বৃষ্টিতে ক্রমশ খারাপ হচ্ছে। দক্ষিণের এই রাজ্যে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণ কর্ণাটকের পরিস্থিতি যেমন খারাপ হচ্ছে, তেমনি এই রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের মানুষকেও বারবার সতর্ক করা হচ্ছে। ১৯ এবং ২০ জুলাই দক্ষিণ কর্ণাটক, উদুপি, উত্তর কর্ণাটক এবং প্রত্যন্ত কর্ণাটকে জরুরি ভিত্তিতে সতর্কতা জারি করা হয়েছে। সবকিছু মিলিয়ে কর্ণাটক এবং কেরলের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে।