Karnataka: অবাক জলপান ! জলের সাথে গিলে ফেললেন আস্ত ধাতুর গোপাল মূর্তি

Photo Credit:- Twitter

পূজো করে ভগবানের চরণামৃত বা পবিত্র জল খাওয়ার রীতি ভারতে রয়েছে , কিন্তু এই ঘটনা শুনলে তাজ্জব বনে যাবেন আপনিও। সংবাদ সংস্থা মিরর নাও (Mirror Now) অনুযায়ী কর্ণাটকের বেলাগাভির ৪৫ বছর বয়সী এক ব্যক্তি প্রতিদিনের অভ্যাস মত সকালে ভগবানের পবিত্র জল পান করছিলেন। কিন্তু সেখানেই ঘটে যায় বিপত্তি, জলপানের সময় নিজের অজান্তেই তিনি গিলে ফেলেন  ধাতুর তৈরি গোপালের মূর্তি। মূর্তিটি তাঁর খাদ্যনালীতে গিয়ে আটকে যায় এবং  শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অবস্থার অবনতি হওয়াতে তাঁকে নিয়ে যাওয়া হয় বেলাগাভির কে এল ই হাসপাতালে।

Photo Credit: Twitter

এক্স রে করার পর দেখা যায় ৫ সেমি. উচ্চতার গোপালের মূর্তিটি তাঁর খাদ্যনালীতে আটকে রয়েছে। অপারেশন করে সেই মূর্তিটি শরীর থেকে বের করতে সক্ষম হয় চিকিৎসকরা। অপারেশনের পর আপাতত সেই ব্যক্তি সুস্থ আছেন বলেই জানা গেছে।