Karnataka Landslide: কর্ণাটকে ভয়াবহ ভূমিধস, প্রাণ গেল ৪ জনের, নিখোঁজ ৩
ফায়ার সার্ভিসের একটি দল সহ ২৪ সদস্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দল সারাদিন ধরে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার লক্ষ্মী প্রিয়া ।
নয়াদিল্লিঃ বিগত কিছুদিন ধরে অবিরাম বৃষ্টিতে ভিজছে কর্ণাটকের (Karnataka) বিস্তীর্ণ এলাকা। যার জেরে ঘটছে একের পর এক ভূমিধসের (Landslide) ঘটনা। আর এ বার এই ভূমিধসের জেরে মৃত্যু হল চার জনের। নিখোঁজ আরও তিনজন। মঙ্গলবার, ৬৬ নম্বর জাতীয় সড়কের আনকোলা (Ankola) তালুকের শিরুর গ্রামের কাছে ভূমিধসের ঘটনা ঘটে। উত্তর কন্নড়ের ডেপুটি কমিশনার লক্ষ্মী প্রিয়া বুধবার সংবাদমাধ্যম এএনআইকে জানিয়েছেন, নিহত এবং নিখোঁজ সাত জনের মধ্যে একটি পরিবারের চার সদস্য রয়েছেন। তিনি বলেন, ""আনকোলা তালুকের শিরুরে একটি বড় ভূমিধসের ঘটনা ঘটেছে। সেখানে একটি চায়ের স্টল ছিল। স্বামী, স্ত্রী, দুই সন্তান এবং একজন বয়স্ক ব্যক্তি তার পাশেই থাকতেন। ভূমিধস ঘটেছে নদীর উল্টো দিকে। সেখানে দুটি বাড়ি ছিল। এই দু'টি বাড়ির একটির একজন ব্যক্তি নিখোঁজ।" এ ছাড়া গ্যাস ট্যাঙ্কারের একজন চালক নিখোঁজ বলে জানা গিয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল সহ ২৪ সদস্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দল সারাদিন ধরে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার লক্ষ্মী প্রিয়া।