Parole For Marriage: বিয়ের জন্য প্যারোলে মুক্তি খুনের আসামীকে, জেল কর্তৃপক্ষকে নির্দেশ আদালতের

Highcourt of Karnataka Photo Credit: Twitter@@latestly

বিয়ের জন্য প্যারোলে (Parole) কিছুদিনের জন্য মুক্তি দিতে হবে খুনের আসামীকে। মহিলার আবেদনে সাড়া দিল কর্ণাটক হাইকোর্ট (Karnataka High Court)। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কিছুদিনের জন্য প্যারোলে মুক্তি দিতে হবে খুনের আসামীকে। প্যারোলে মুক্তি পেয়ে বিয়ে করে আসামী ফের জেলে ফেরৎ আসবে বলে জানানো হয় কর্ণাটক হাইকোর্টের তরফে। কর্ণাটক হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারক এম নাগাপ্রসন্ন মহিলার আবেদনে সাড়া দিয়ে জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, খুনের আসামীকে কিছুদিনের জন্য প্যারোলে মুক্তি দিতে।

 



@endif