Karnataka Elections 2023: কাল কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আড়ালে ২৪-এর সেমিফাইনাল, দক্ষিণের ভোটের উত্তাপে তেঁতেছে দেশের রাজনীতি

প্রতীক্ষার অবসান। আগামিকাল, বুধবার কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দক্ষিণের একমাত্র বিজেপি শাসিত রাজ্যে এক দফায় ২২৪ আসনে হবে ভোটগ্রহণ।

Election Photo Credit: Twitter@ians_india

বেঙ্গালুরু, ৯ মে: প্রতীক্ষার অবসান। আগামিকাল, বুধবার কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দক্ষিণের একমাত্র বিজেপি শাসিত রাজ্যের দিকে তাকিয়ে গোটা দেশ। ২০২৪ লোকসবা নির্বাচনের আগে কর্ণাটকের ভোটকে সেমিফাইনাল হিসেবে দেখা হচ্ছে। বিজেপি হারলে দক্ষিণ ভারতে তাদের কোন রাজ্যে ক্ষমতা থাকবে না। অন্যদিকে, কংগ্রেস জিতলে জমে যাবে ২৪ লোকসভার প্রেক্ষাপট।

কর্ণাটকে দফায় ২২৪ আসনে হবে ভোটগ্রহণ। ১১৩টি আসনে জিতলে সরকার গড়া যাবে, এমন শর্তে লড়াই মূলত ত্রিমুখী। শাসক দল বিজেপি এবার ভোটে কিছুটা ব্যাকফুটে। কারণ প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, দলীয় অন্তর্দ্বন্দ্ব। তবে নরেন্দ্র মোদী রেকর্ড সংখ্যক রোড শো, জনসভা করে পদ্মের পালে হাওয়ার যাবতীয় চেষ্টা করেছেন। এবার দেখার প্রধানমন্ত্রীর আবেদনে কর্ণাটকবাসী সাড়া দেন কি না।

কংগ্রেস এবার কর্ণাটকে ভাল জায়গায় আছে বলে ভোট বিশেষজ্ঞরা আগে থেকেই বলেছেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যজুড়ে প্রচারে চষে বেড়ান। শেষবেলার প্রচারে আসেন সোনিয়াও। কর্ণাটকে কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি শিবকুমার, সিদ্ধারামাইয়াদের মত নেতাদের উপস্থিতি। মোদীর ঝড় তোলা প্রচারের মাঝে কংগ্রেস সাধ্যমত লড়ছে। এবার দেখার ভোটাররা কংগ্রেসের প্রচারকে কীভাবে নেন। প্রতিবারের মত এবারও স্তানীয় দল জনতা দল সেকুলার কিং মেকারের ভূমিকা নেওয়ার অপেক্ষায়। যদি এবার জেডি(এস)-র প্রচার বিজেপি, কংগ্রেসের কাছে ফিকে দেখিয়েছে।

যদিও নির্বাচনী বিশেষজ্ঞরা বলছেন, জেডি (এস)-৪০-র বেশী আসনে জিতলে এবারও কুমারস্বামীর দল হবে কিং মেকার। এবার কর্ণাটকে আম আদমি পার্টি লড়লেও তেমন বিশেষ কিছু আসা নেই অরবিন্দ কেজরিওয়ালের দলের কাছে। এবার কর্ণাটকে বড় ভূমিকা নিতে পারেন কংগ্রেস, বিজেপি, জেডি (এস)-র বিক্ষুব্ধরা। নির্দল হয়ে অনেকেই দাঁড়িয়ে খেলা ঘুরিয়ে দিতে পারেন। বিজেপি, কংগ্রেস-দুই শিবিরের দাবি তারা ১৩৫টির বেশী আসনে জিতে কর্ণাটকে একক শক্তিতে ক্ষমতায় আসবে। যদিও জনমত সমীক্ষাগুলিতে এখনও কংগ্রেসকেই এগিয়ে রাখা হয়েছে।

কর্ণাটক বিধানসভা নির্বাচন এক নজরে

ভোটগ্রহণ (এক দফায়)- ১০ মে, বুধবার

ফলপ্রকাশ- ১৩ মে, শনিবার

নথিভুক্ত ভোটার- ৫ কোটি ৩০ লক্ষ ৮৫ হাজার ৫৬৬ জন

পুরুষ ভোটার- ২ কোটি ৬৬ লক্ষ ৮২ হাজার ১৫৬ জন

মহিলা ভোটার- ২ কোটি ৬৩ লক্ষ ৯৮ হাজার ৪৮৩ জন

মোট প্রার্থী- ২১৬৩ জন

মহিলা প্রার্থী- ১৮৫ জন

অন্যান্য-১ জন

মোট আসন: ২২৪

বিজেপি প্রার্থী: ২২৪

কংগ্রেস প্রার্থী: ২২৩

জেডি (এস) প্রার্থী: ২০৭

আপ প্রার্থী: ২০৯

বিএসপি প্রার্থী: ১৩৩

সিপিএম প্রার্থী: ৪

এনপিপি প্রার্থী: ২

নির্দল প্রার্থী: ৯১৮ জন

সবচেয়ে বড় কেন্দ্র (ভোটার সংখ্যায়)- দাসারাহাল্লি, বেঙ্গালুরু শহর

সবচেয়ে ছোট কেন্দ্র (ভোটার সংখ্যায়): হালয়াল, উত্তর কন্নড়

(কংগ্রেস প্রার্থী দেয়নি মান্ডিয়া জেলার মেলুকোতে আসনে)