Karnataka: ভোররাতে গাড়ি নিয়ে বেরিয়ে নিখোঁজ ম্যাঙ্গালুরুর ব্যবসায়ী, কুলুর ব্রিজ থেকে উদ্ধার অডি, আত্মত্যা নাকি অপহরণ!

Karnataka Businessman Missing (Photo Credits: ANI)

ম্যাঙ্গালুরু, ৬ অক্টোবরঃ রবিবার সাতসকালে নিখোঁজ ম্যাঙ্গালুরুর (Mangaluru) এক ব্যবসায়ী। নিখোঁজ ব্যবসায়ীর আরও একটি পরিচয় রয়েছে। তিনি প্রাক্তন কংগ্রেস বিধায়ক মহিউদ্দিন বাভার ভাই। বছর ৫২-র মুমতাজ আলির দামী বিলাসবহুল গাড়িটি কর্ণাটকের (Karnataka) ম্যাঙ্গালুরু জেলার কুলুর ব্রিজের (Kulur Bridge) উপর থেকে উদ্ধার হয়েছে। গাড়ির সামনের একটি অংশ ভেঙে রয়েছে। দ্রুত গতিতে ধাক্কার জেরে এমনটা হতে পারে বলে অনুমান পুলিশের। তবে গাড়ি উদ্ধার হলেও নিখোঁজ গাড়ির মালিক ব্যবসায়ী মুমতাজ।

প্রাক্তন বিধায়কের ভাইয়ের সন্ধান শুরু করেছে ম্যাঙ্গালুরু পুলিশ। এক পুলিশ আধিকারিক সূত্রে খবর, রবিবার ভোররাত ৩টে নাগাদ গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন মুমতাজ। ভোর ৫টার দিকে তাঁর অডি গাড়িটি (Audi) মেলে কুলুর ব্রিজের উপর থেকে। যার একদিক ভেঙেচুরে রয়েছে। এমতাবস্থায় পুলিশের সন্দেহ, গাড়ি ব্রিজের উপর রেখে নীচে নদীতে ঝাঁপ দিয়েছেন ব্যবসায়ী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীকে এনে ব্রিজের নিচের নদীতে নামানো হয়। তদন্ত চলছে। তবে বেলা অবধিও কোন কিছুর সন্ধান মেলেনি। তবে আত্মহত্যার পাশাপাশি অপহরণের তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ব্যবসায়ীক শত্রুতার জেরে মুমতাজ অপহৃত হয়েছেন কিনা সেই দিকটিও বিশদে খতিয়ে দেখছে পুলিশ।



@endif