karanataka Elections 2023: ভোটে দাঁড়াতে রাজি নন বিধায়ককে বাদ দিয়ে প্রার্থী করা ব্যক্তি, নতুন প্রার্থী ঘোষণা করতে হবে বিজেপিকে
কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট বণ্টন নিয়ে কম নাটক হয়নি। দীর্ঘ নাটক, জলঘোলার পর বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষিত হয়।
বেঙ্গালুরু, ১৮ এপ্রিল: কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট বণ্টন নিয়ে কম নাটক হয়নি। দীর্ঘ নাটক, জলঘোলার পর বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষিত হয়। টিকিট না পেয়ে বিজেপির বহু প্রভাবশালী বিধায়ক, নেতা দল ছাড়েন। কিন্তু এত নাটকের পর প্রার্থী ঘোষণা করার পর এবার খোদ প্রার্থী এখন ভোটে দাঁড়াতে চাইছেন না।
শিরাহাট্টি কেন্দ্রে বিজেপি তাদের বিধায়ক রামাপ্পা লামানিকে প্রার্থী না করে, দাঁড় করায় ডক্টর চান্দ্রু লামানিকে। কিন্তু লামানি প্রার্থী হতে রাজি হচ্ছেন না।
দেখুন টুইট
ফলে এই কেন্দ্রে ফের নতুন করে প্রার্থী ঘোষণা করতে হবে বিজেপি। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা দিয়ে জমিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। খুব সম্ভবত বিধায়ক লামানি অথবা ভিমসিং রাঠোরকে এবার প্রার্থী করবে বিজেপি। প্রসঙ্গত, তিন দফায় মোট ২২২টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। যেখানে কর্ণাটকে আছে মোট ২২৪টি বিধানসভা আসন। আগামী ১০ মে কর্ণাটকে এক দফায় বিধানসবা নির্বাচন হবে।