Kanhaiya Kumar: মনীপুরে কংগ্রেসের তারকা প্রচারক তালিকায় কানহাইয়া কুমার, হাত শিবিরে যোগের পাঁচ মাস পর পেলেন দায়িত্ব

সিপিআই ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পর এই প্রথম বড় দায়িত্ব পেলেন কানহাইয়া কুমার। উত্তরপ্রদেশ ভোটে কানহাইয়াকে কোনও দায়িত্ব না দিলেও, এবার মনীপুর বিধানসভা নির্বাচনে কানহাইয়াকে তারকা প্রচারক হিসেবে রাখল কংগ্রেস।

KANHAIYA KUMAR (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ১৪ ফেব্রুয়ারি: সিপিআই (CPI) ছেড়ে কংগ্রেসে (Congress) যোগ দেওয়ার পর এই প্রথম বড় দায়িত্ব পেলেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। উত্তরপ্রদেশ ভোটে কানহাইয়াকে কোনও দায়িত্ব না দিলেও, এবার মনীপুর বিধানসভা নির্বাচনে (Manipur Assembly Elections 2022) কানহাইয়াকে তারকা প্রচারক হিসেবে রাখল কংগ্রেস। মনীপুরে ৩০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। সেই তালিকায় দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, জয়রাম রমেশ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবাই সিংয়ের পাশাপাশি কানহাইয়া। মনীপুরে ৬০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে দু দফায়। আগামী ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ হবে ভোট।

দেখুন টুইট

গত বছর সেপ্টেম্বরে বামপন্থী দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। ২০১৯ লোকসভা কেন্দ্রে বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে সিপিআইয়ের টিকিটে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে হারলেও ব্যক্তিগত ক্যারিশ্মা দেখান কানহাইয়া। জেএইইউ-তে দেশবিরোধী স্লোগানের অভিযোগে কানহাইয়া নিয়ে জোর বিতর্ক করেছিল বিজেপি। যদিও কানহাইয়ার বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণ হয়নি। সুবক্তা, স্বচ্ছ ভাবমূর্তির জেরে জাতীয় রাজনীতিতে আলোচ্য চরিত্র হয়ে উঠেছিলেন এই ছাত্রনেতা। তবে সিপিআই ছেড়ে কংগ্রেসে যোগদানের পর কিছুটা যেন আড়ালেই চলে গিয়েছিলেন তিনি।

উত্তরপ্রদেশ নির্বাচনে কানহাইয়াকে কাজেই লাগায়নি কংগ্রেস। এমনকী গোবলয়ের রাজ্য উত্তরাখণ্ডে তাঁকে ব্যবহার করেনি হাত শিবির। শেষ পর্যন্ত একেবারে উত্তর পূর্ব ভারতে তাঁকে তারকা প্রচারক করে বার্তা দিল কংগ্রেস। অনেকেই মনে করেছেন, ২০২৪ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কানহাইয়াকে ময়দানে নামাল গান্ধী শিবির।



@endif