Kangana Ranaut On Ram Mandir: ৬০০ বছরের দীর্ঘ সংগ্রামের ফসল অযোধ্যার রাম মন্দির, অযোধ্যায় তেজসের প্রচারে বললেন কঙ্গনা রানাউত (দেখুন ভিডিও)
একটি ভিডিয়ো পোস্ট করে কঙ্গনা বলেন, “রাবণ দহনের এই অনুষ্ঠানের ৫০ বছরের ইতিহাসে এই প্রথম এক মহিলা রাবণ দহনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন। জয় শ্রী রাম!” সেই মঞ্চেও তাঁর গলায় ছবির কথা শোনা যায়।
আগামী ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কঙ্গনা অভিনীত 'তেজস'। তাই নবরাত্রির প্রথম দিন থেকে দশেরা অবধি ছবির জোরালো প্রচার চালাচ্ছেন কঙ্গনা রানাউত। মঙ্গলবার দশেরা উপলক্ষে দিল্লির বিখ্যাত লব কুশ রামলীলায় রাবণ দহন করে প্রথম মহিলা হিসাবে কীর্তি গড়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। একটি ভিডিয়ো পোস্ট করে কঙ্গনা বলেন, “রাবণ দহনের এই অনুষ্ঠানের ৫০ বছরের ইতিহাসে এই প্রথম এক মহিলা রাবণ দহনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন। জয় শ্রী রাম!” সেই মঞ্চেও তাঁর গলায় ছবির কথা শোনা যায়।এরপরই উত্তরপ্রদেশে আসেন অভিনেত্রী। ছবির প্রচার শুরু করার আগেই রাম মন্দির নিয়ে তাঁর উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি তিনি।
তিনি বলেন- অবশেষে তৈরি হল রামলালার মন্দির। এই মন্দির হিন্দুদের শতাব্দী ব্যাপী দীর্ঘ সংগ্রামএর ফল, এবং আমাদের প্রজন্ম এই দিনটি দেখতে সক্ষম। আমি অযোধ্যা নিয়ে একটি স্ক্রিপ্ট লিখেছি এবং গবেষণাও করেছি...এটি একটি ৬০০ বছরের দীর্ঘ সংগ্রাম এবং এই দিনটি সম্ভব হচ্ছে মোদী সরকার এবং সিএম যোগী আদিত্যনাথের কারণে। তিনি বলেন ভ্যাটিকান যেমন খ্রিস্টানদের জন্য তেমনি হিন্দুদের জন্য সবচেয়ে বড় তীর্থস্থান হতে চলেছে এই রাম মন্দির।এই মন্দির হবে বিশ্বের সামনে দেশ ও সনাতন সংস্কৃতির একটি বড় প্রতীক। এমনকি ছবির প্রসঙ্গে তিনি জানান - আমাদের তেজস চলচ্চিত্রে রাম মন্দিরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে"। শুনে নেব কী বললেন তিনি-