Coronavirus Outbreak In India: ক্যানসার আক্রান্ত ও নার্সের শরীরে করোনার জীবাণু, বন্ধ হয়েগেল মুম্বইয়ের যশলোক হাসপাতালের ওপিডি পরিষেবা
মুম্বইয়ের যশলোক হাসপাতালের (Jaslok Hospital) এক নার্স ও রোগী কোভিড-১৯ পজিটিভ। খবর মেলার একদিনের মধ্যে হাসপাতালের ওপিডি পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বাতিল করে দেওয়া হল। একই সঙ্গে নতুন রোগী ভর্তিও বন্ধ রাখা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টানুসারে, ওই হাসপাতালের ১৫০ জনের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। হাসপাতালের এক রোগী মূত্রাশয়ের ক্যানসার ভুগছেন। তাঁর লালারসও পাঠানো হয়েছিল। রিপোর্ট এলে দেখা যায় ওই ব্যক্তির শরীরেও বাসা বেঁধেছে মারণ ভাইরাস। করোনা আক্রান্ত রোগীর সেবা করায় এক নার্সের শরীরে ভাইরাসের সন্ধান মিলেছে। এরপরই অন্যান্য সংক্রামিত রোগীর কাছাকাছি যেসব নার্স ও হাসপাতালের অন্যসব কর্মীরা এসেছেন, তাঁদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
মুম্বই, ১ এপ্রিল: মুম্বইয়ের যশলোক হাসপাতালের (Jaslok Hospital) এক নার্স ও রোগী কোভিড-১৯ পজিটিভ। খবর মেলার একদিনের মধ্যে হাসপাতালের ওপিডি পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বাতিল করে দেওয়া হল। একই সঙ্গে নতুন রোগী ভর্তিও বন্ধ রাখা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টানুসারে, ওই হাসপাতালের ১৫০ জনের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। হাসপাতালের এক রোগী মূত্রাশয়ের ক্যানসার ভুগছেন। তাঁর লালারসও পাঠানো হয়েছিল। রিপোর্ট এলে দেখা যায় ওই ব্যক্তির শরীরেও বাসা বেঁধেছে মারণ ভাইরাস। করোনা আক্রান্ত রোগীর সেবা করায় এক নার্সের শরীরে ভাইরাসের সন্ধান মিলেছে। এরপরই অন্যান্য সংক্রামিত রোগীর কাছাকাছি যেসব নার্স ও হাসপাতালের অন্যসব কর্মীরা এসেছেন, তাঁদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আরও পড়ুন-Coronavirus Outbreak: চিন্তা বাড়িয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭, মৃত ৫
জানা গিয়েছে, একসঙ্গে ৬ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু মেলায় ওরলি কলিয়াড়া এলাকা সম্পূর্ণ সিল করে দিয়েছে প্রশাসন। এই লকডাউনের অর্থ হল, বাইরের লোক ওই এলাকায় ঢুকতে পারবেন না। আবার এলাকার কেউ বাইরেও যেতে পারবেন না। করোনা মহামারীর দিক থেকে মহারাষ্ট্র দেশের মধ্যে সব থেকে খারাপ অবস্থায় রয়েছে। এএনআই টুইটানুসারে মুম্বইতে নতুন করে ১৬ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। পুনেতে নতুন করে আক্রান্ত ২ জন। সবমিলিয়ে মহারাষ্ট্রে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২০। মারণ ভাইরাসে রাজ্যে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩৯৭। এরমধ্যে ১২২৯ জন হাসপাতালে রয়েছেন। ১২৪ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। ৪৪ জনের মৃত্যু হয়েছে।