Janjatiya Gaurav Divas Celebration: জনজাতি গৌরব দিবস পালনে আজ প্রধানমন্ত্রী মোদী বিহার সফরে, করবেন ৬৬০০কোটি টাকার প্রকল্পের সূচনা
প্রধানমন্ত্রী বীরসা মুণ্ডার সম্মানে একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিট এর উন্মোচন করবেন এই অনুষ্ঠানে। এছাড়া ওই এলাকার গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে উপজাতীয় সম্প্রদায়ের উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৬ হাজার ৬ শো ৪০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
স্বাধীনতা সংগ্রামী ও মুন্ডা বিদ্রোহের নায়ক বীরসা মুন্ডার আজ ১৫০ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনজাতি গৌরব দিবস উপলক্ষ্যে বিহারের জামুই সফর করবেন। ধরতি আবা বীরসা মুণ্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনাকে চিহ্নিত করে প্রধানমন্ত্রীর এই সফর৷ প্রধানমন্ত্রী বীরসা মুণ্ডার সম্মানে একটি স্মারক মুদ্রা এবং ডাকটিকিট এর উন্মোচন করবেন এই অনুষ্ঠানে। এছাড়া ওই এলাকার গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে উপজাতীয় সম্প্রদায়ের উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৬ হাজার ৬ শো ৪০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিহারের উন্নয়নের কথা মাথায় রেখে আরও একগুচ্ছ প্রকল্প আজ উন্মোচিত হবে। তাঁর মধ্যে আদিবাসী এলাকায় স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়াতে প্রধানমন্ত্রী-জনমানের অধীনে ২৩টি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট এবং ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় অতিরিক্ত মোবাইল মেডিকেল ইউনিটেরও উদ্বোধন, আদিবাসী শিল্পোদ্যোগীদের উৎসাহ দিতে এবং জীবিকার সহায়তায় ৩০০টি বন ধন বিকাশ কেন্দ্র এবং আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য ১০টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়েরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সফর আকাশবাণী-দিল্লি সকাল সাড়ে ১১ টা থেকে এফএম গোল্ড ,ইন্দ্রপ্রস্থ এবং আকাশবাণী লাইভ নিউজ ২৪x৭ চ্যানেলে এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠান প্রসঙ্গে কেন্দ্রীয় আদিবাসী উন্নয়নমন্ত্রী জুয়েল ওঁরাও জানিয়েছেন, সফরচলাকালীন প্রধানমন্ত্রী মোদী দুটি আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের মিউজিয়াম এবং দুটি আদিবাসী গবেষণা প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন। আদিবাসী জনজাতি সম্প্রদায়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যেই এই উদ্যোগ। এছাড়া আদিবাসী অধ্যুষিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে ৫০০ কিলোমিটার নতুন সড়ক এবং প্রধানমন্ত্রী জনমানের আওতায় কমিউনিটি হাব হিসেবে কাজ করার জন্য ১০০টি মাল্টিপারপাস সেন্টারের শিলান্যাস করবেন তিনি। এ ছাড়াও পিএম জনমন কর্মসূচীর অধীনে নির্মিত ১১ হাজার বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠানের সাক্ষী হতে সেখানেই সশরীরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।