Jamtara Train Accident: জামতাড়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, দেখুন ভিডিয়ো

যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা কেউ ট্রেনের যাত্রী নন। কালাঝরিয়া স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় ট্রেন এসে পিঁষে দেয় তাঁদের।

Jamtara Train Accident (Photo Credit: ANI/Twitter)

রাইপুর, ২৮ ফেব্রুয়ারি: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident)। এবার ঝাড়খণ্ডের (Jharkhand) জামতাড়ার  (Jamtara ) কালাঝরিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের উপর দিয়ে চলে যায় প্যাসেঞ্জার ট্রেন। ভয়াবহ ঘটনার জেরে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলতে শুরু করেছে।  তবে সঠিক সংখ্যা এখনও মেলেনি। দুর্ঘটনার পরপরই জামাতাড়ার কালাঝরিয়া স্টেশনের দুর্ঘটনাস্থলে চিকিৎসক দল পৌঁছে গিয়েছে বলে জানান জেলাশাসক।

দেখুন ভয়াবহ ভিডিয়ো...

 

শেষ খবর পাওয়া পর্যন্ত কালাঝরিয়া থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

দেখুন...

 

জানা যাচ্ছে, যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা কেউ ট্রেনের যাত্রী নন। কালাঝরিয়া স্টেশন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই  সময় ট্রেন এসে পিঁষে দেয় তাঁদের। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

দেখুন ট্যুইট...