Jammu and Kashmir: পুলওয়ামায় জোরদার গুলির লড়াই, সেনা বাহিনীর নিশানায় নিহত ২ জঙ্গি

শনিবার সকালে পুলওমার জঙ্গলঘেরা এলাকায় তল্লাশি শুরু করে সেনা বাহিনী। ওই সময়ই সেনা বাহিনীকে দেখে আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

ফাইল ছবি

শ্রীনগর, ৩১ জুলাই: ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। শনিবার সকালে পুলওয়ামায় ( Pulwama) নিরাপত্তা রক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। যার জেরে ২ জঙ্গি নিহত হয় বলে খবর। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ শুরু করেছে বাহিনী।

শনিবার সকালে পুলওমার (Pulwama) জঙ্গলঘেরা এলাকায় তল্লাশি শুরু করে সেনা বাহিনী। ওই সময়ই সেনা বাহিনীকে দেখে আচমকাই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। বাহিনীও গোটা এলাকা ঘিরে ধরে গুলি চালানো শুরু করে। পরপর কয়েক রাউন্ড গুলি চালানো এবং তল্লাশির পর ২ জঙ্গির মৃত্য়ু হয়। তবে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন: Delta Variant: দ্রুত ছড়িয়ে পড়ে, চিকেন পক্সের মতো সংক্রামক করোনার ডেল্টা প্রজাতি: রিপোর্ট

শুক্রবার বারামুলায় গ্রেনেড হামলা চালানো হয়। যার জেরে ২ সিআরপিএফ (CRPF)  জওয়ান এবং এক স্থানীয় বাসিন্দা আহত হন। তার আগে জম্মুর সাম্বা সেক্টরে সন্দেহজনক পাক ড্রোনের হানাদারি চলে। সবকিছু মিলিয়ে জম্মু, কাশ্মীরে ফের কোনও বড়সড় নাশকতার ছক করা হচ্ছে কি না, তা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।