IPL Auction 2025 Live

Jammu And Kashmir: উত্তর কাশ্মীরে তুষারধসে প্রাণ হারালেন ৩ সেনা, নিখোঁজ ১

উত্তর কাশ্মীরে (North Kashmi) তুষারধসে (Avalanche) মৃত্যু হল সেনাবাহিনীর (Indian Army) ৩ জওয়ানের। মঙ্গলবার সকালে কুপওয়ারা, বারামুল্লাহ এবং গান্দেরবাল সেক্টরসহ উত্তর কাশ্মীরের বেশ কয়েকটি অঞ্চলে তুষারধস হয়। খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৪ জওয়ান নিখোঁজ হয়ে যান। উদ্ধারে নেমে ৩ জনের দেহ পাওয়া যায়। একজন জওয়ান এখনও নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।

ফাইল ফোটো (Photo Credits: IANS)

শ্রীনগর, ১৪ জানুয়ারি: উত্তর কাশ্মীরে (North Kashmi) তুষারধসে (Avalanche) মৃত্যু হল সেনাবাহিনীর (Indian Army) ৩ জওয়ানের। মঙ্গলবার সকালে কুপওয়ারা, বারামুল্লাহ এবং গান্দেরবাল সেক্টরসহ উত্তর কাশ্মীরের বেশ কয়েকটি অঞ্চলে তুষারধস হয়। খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে ৪ জওয়ান নিখোঁজ হয়ে যান। উদ্ধারে নেমে ৩ জনের দেহ পাওয়া যায়। একজন জওয়ান এখনও নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধানে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।

কয়েকদিন ধরেই এই অঞ্চলে ভারী তুষারপাত ও সঙ্গে তুষারধস হচ্ছে। যার কারণে ভারতীয় সেনারা বারবার আটকে পড়েছে। ৪৮ ঘণ্টায় মাচিল সেক্টরে আরও একটি তুষারধসের ঘটনায় ৫ জওয়ান চাপা পড়ে যায়। কাশ্মীর উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ভারী তুষারপাত হয়েছে। ৮ জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীর হাবিলদার রাজেন্দ্র সিং নেগি বরফে পা পিছলে নিখোঁজ হয়ে যান। দুর্ঘটনাক্রমে তিনি কাশ্মীরে সীমান্ত অতিক্রম পাকিস্তানের দিকে চলে গেছেন বলে জানা যাচ্ছে। সেনা সূত্রে খবর, নেগির সন্ধানে তল্লাশি চলছে। এবং তাঁকে পাকিস্তান থেকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আরও পড়ুন:  Kerala Government: সংশোধিত নাগরিকত্ব আইনে বৈধতার প্রশ্ন, সুপ্রিম কোর্টে গেল কেরালা সরকার

মঙ্গলবার মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলায় সোনমার্গে তুষারপাতের ফলে কমপক্ষে ৫ জন প্রাণ হারাযন বলেও খবর। ভারতীয় সেনা ও স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু