Jammu and Kashmir Terrorist Attack: কাশ্মীরে জঙ্গিহানায় মৃত ১০, ঘটনাস্থলে ফরেন্সিক শাখা, ড্রোনের সাহায্যে চলছে নজরদারি
পুলিশ জানিয়েছে শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। সন্ত্রাসবাদীরা ওই বাসটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ,সেনাবাহিনী ও অসামরিক বাহিনীর কর্তারা।
নয়াদিল্লিঃ রাজধানীতে যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী (Narendra Modi Oath Taking Ceremony), এমন সময় জম্মু ও কাশ্মীরের(Jammu and Kashmir) রিয়াসি (Reasi)জেলায় বড়সড় জঙ্গিহানা। মৃত ১০ তার্থযাত্রী। রিয়াসি জেলার একটি মন্দির থেকে ফিরছিল যাত্রী বোঝাই একটি বাস। তাতে হামলা চালায় জঙ্গিরা। খাদে পড়ে যায় বাসটি। যার জেরে মৃত্যু হয় ১০ যাত্রীর। আহত কমপক্ষে ৩৩। পুলিশ সূত্রে খবর, সন্ত্রাসবাদীদের একটি দল রাজৌরি, পুঞ্চ এবং রিয়াসি জেলার পাহাড়ি এলাকায় লুকিয়ে রয়েছে। হামলাকারীদের সন্ধানে গোটা এলাকায় ড্রোনের সাহায্যে চলছে নজরদারি। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক বিভাগের একটি শাখা।
এই খবরটিও পড়ুনঃ মোদীর শপথ গ্রহণ উদযাপন করতে গিয়ে বিপত্তি, আগুন লাগল বিজেপি পার্টি অফিসে
প্রসঙ্গত, পুলিশ জানিয়েছে শিবখোদা মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। সন্ত্রাসবাদীরা ওই বাসটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ,সেনাবাহিনী ও অসামরিক বাহিনীর কর্তারা। পাহাড়ের খাদ থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। আহদের নারাইনা এবং রিয়াসি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কাশ্মীরে এই জঙ্গি হানার ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
ড্রোনের সাহায্যে চলছে নজরদারি
ঘটনাস্থলে ফরেন্সিক শাখা