Jammu And Kashmir: রাজৌরিতে সেনার গুলিতে ঝাঁঝরা জঙ্গি, চলছে জোর তল্লাশি
শুক্রবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) রাজৌরি। শুক্রবার ভোরে রাজৌরির দাসালের জঙ্গল এলাকায় সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। সেনার সঙ্গে গুলির লড়াইয়ের জেরে এক জঙ্গি নিহত হয় বলে খবর। তারপর থেকেই দাসালের জঙ্গল জুড়ে জোর তল্লাশি শুরু হয়ে যায়। পাশাপাশি ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়েও সেনা বাহিনী খোঁজ শুরু করে জোর কদমে। দেখুন ভিডিয়ো...
গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী...