Kashmiri Pandit: কাশ্মীরি পণ্ডিত খুনের দায় নিল 'কাশ্মীর ফ্রিডম ফাইটার্স', জানাল পুলিশ
সোপিয়ানের চৌধুরী গুন্ড এলাকায় কাশ্মীরি পণ্ডিত কৃষ্ণ ভাটকে দেখে গুলি চালায় জঙ্গিরা। সোপিয়ানে জঙ্গিদের গুলিতে গুরুতর জখম পূরাণ কৃষ্ণ ভাটকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
শ্রীনগর, ১৫ অক্টোবর: সোপিয়ানে ফের কাশ্মীরি পণ্ডিত হত্যার ঘটনায় উত্তপ্ত হতে শুরু করেছে উপত্যকা। জম্মু সোপিয়ানে কাশ্মীরি পণ্ডিত পূরান কৃষ্ণ ভাটকে হত্যা করে জঙ্গিরা। পূরাণ কৃষ্ণ ভাটের হতেযার পর এবার খুনের দায় স্বীকার করল কাশ্মীর ফ্রিডম ফাইটার্স নামে একটি জঙ্গি সংগঠন। পূরাণ কৃষ্ণ ভাটের কয়েক ঘণ্টা পর এমনই জানানো হয় জম্মু কাশ্মীর পুলিশের তরফে। জম্মু কাশ্মীর পুলিশের ডিআইজি জানান, পূরাণ কৃষ্ণ ভাটের মৃত্যুর পরপরই তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তের পর কাশ্মীর ফ্রিডম ফাইটার্সের নাম প্রকাশ্যে আসে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানানো হয় পুলিশ আধিকারিকের তরফে।
আরও পড়ুন: Kashmiri Pandit Dead: জম্মুতে ফের কাশ্মীরি পণ্ডিতকে খুন করল জঙ্গিরা, উত্তাল উপত্যকা
সোপিয়ানের (Shopian) চৌধুরী গুন্ড এলাকায় কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit) কৃষ্ণ ভাটকে দেখে গুলি চালায় জঙ্গিরা। সোপিয়ানে জঙ্গিদের গুলিতে গুরুতর জখম পূরাণ কৃষ্ণ ভাটকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে ভর্তির পরপরই কৃষ্ণ ভাট নামে ওই কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়। জম্মু কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, সোপিয়ানের চৌধুরী গুন্ড এলাকায় কৃষ্ণ ভাট পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ওই ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলা হয় পুলিশ এবং সেনা বাহিনীর তরফে।
পূরাণ কৃষ্ণ ভাটের মৃত্যুর পরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন কাশ্মীরি পণ্ডিতরা।