Jammu and Kashmir: জম্মু কাশ্মীরে হামলার ছক চিনের? সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতারের পর উদ্ধার চিনা গ্রেনেড

সেনা সূত্রে খবর, শুক্রবারভোর থেকে সুহামার বেশ কিছু এলাকায় টহলদারি চলছিল। সেখানে ৩ জনকে দেখে সন্দেহভাজন বলে মনে করে বাহিনী। এরপর ওই ৩ জনকে গ্রেফতার করলে, তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্রের পাশাপাশি চিনা গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে খবর।

Security Force In Jammu And Kashmir (Photo Credit: IANS)

শ্রীনগর, ২৯ জানুয়ারি:  লাদাখের পর এবার কি জম্মু কাশ্মীরেও (Jammu Kashmir) পাকিস্তানের (Pakistan) সঙ্গে হাত মিলিয়ে হামলার ছক কষছে চিন (China)? এমনই ইঙ্গিত এবার মিলল জম্মু কাশ্মীরের সুহামা এলাকা থেকে। রিপোর্টে প্রকাশ, জম্মু কাশ্মীরের সুহামা এলাকা থেকে ৩ জনেক গ্রেফতার করেছে সেনা বাহিনী। যাদের কাছে থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। যার মধ্যে রয়েছে দুটি বন্দুক, ৩টি ম্যাগাজিন এবং বেশ কিছু হ্যান্ড গ্রেনেড। যেগুলি চিনা হ্যান্ড গ্রেনেড বলে চেহ্নিত করা হয়েছে।

সেনা সূত্রে খবর, শুক্রবার (Friday) ভোর থেকে সুহামার বেশ কিছু এলাকায় টহলদারি চলছিল। সেখানে ৩ জনকে দেখে সন্দেহভাজন বলে মনে করে বাহিনী (Indian Army) । এরপর ওই ৩ জনকে গ্রেফতার করলে, তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্রের পাশাপাশি চিনা গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন:  Srijato Bandyopadhyay: 'বিরোধীকে বলতে দাও' , কলম ধরে সজোরে কাকে আঘাত করলেন শ্রীজাত

রিপোর্টে প্রকাশ, সেনা বাহিনী টহলদারি দেখে ওই ৩ জন পালানোর চেষ্টা করলে, তাদের পিছু নিয়ে পাকড়াও করা হয়। কী কারণে তারা ওই এলাকায় ঘোরাঘুরি করছিল, সে বিষয়ে শুরু হয়েছে খোঁজ।