Jammu & Kashmir Snowfall: লাগাতার তুষারপাতে বরফের চাদরে ঢেকেছে জম্মু কাশ্মীর, হটকেকের মত বিকোচ্ছে পশমের জুতো

বরফের চাদরে ঢেকেছে উপত্যকা। গত চারদিন ধরে টানা চলছে তুষারপাত। বিপর্যস্ত জম্মু-কাশ্মীরের যান চলাচল। জম্মু-শ্রীনগর(Jammu and SrinagarJammu and Srinagar) জাতীয় সড়কে ভূমিধস ও তুষারপাতের জেরে আটকে পড়েছে ৫,০০০ গাড়ি। আটকে পড়েছেন বহু পর্যটক। দিনের বেলায় আলোয় ঝলমল আকাশ থাকলেও, রাতের দিকে তুষারপাতের জেরে পারদ নামছে হু হু করে। প্রবল ঠান্ডায় জুবুথুবু উপত্যকা।

Photo Source: ANI

শ্রীনগর, ১৬ জানুয়ারি: বরফের চাদরে ঢেকেছে উপত্যকা। গত চারদিন ধরে টানা চলছে তুষারপাত। বিপর্যস্ত জম্মু-কাশ্মীরের যান চলাচল। জম্মু-শ্রীনগর(Jammu and SrinagarJammu and Srinagar) জাতীয় সড়কে ভূমিধস ও তুষারপাতের জেরে আটকে পড়েছে ৫,০০০ গাড়ি। আটকে পড়েছেন বহু পর্যটক। দিনের বেলায় আলোয় ঝলমল আকাশ থাকলেও, রাতের দিকে তুষারপাতের জেরে পারদ নামছে হু হু করে। প্রবল ঠান্ডায় জুবুথুবু উপত্যকা। আরও পড়ুন:  Lokmanya Tilak Express Derails: সাতসকালেই লাইনচ্যুত ভুবনেশ্বরগামী লোকমান্য তিলক এক্সপ্রেস, ঘটনাস্থলে রেলের কর্তাব্যক্তিরা

 এহেন পরিস্থিতিতে কনকনে ঠান্ডাকে মোকাবিলা করতে তৈরি হচ্ছে জুতোর দোকানগুলিও। বরফের স্তর পেরিয়ে হাঁটার জন্য তৈরি করা হচ্ছে পশমের জুতো। যেকোনও জুতোর দোকানেই হটকেকের মত বিকোচ্ছে পশমের জুতোগুলি। পায়ের বেশ কিছুটা অংশও ঢাকা থাকছে এতে। পাশাপাশি পশমের হওয়ার জন্য পায়ে বেশ একটু উষ্ণতাও অনুভব করছেন ক্রেতারা। তাই জুতোর দোকানে চাহিদাও ক্রমশ বাড়ছে এই জুতোর। আর এতেই লাভের মুখ দেখছেন দোকানকর্মীর মালিকেরা। অন্যদিকে, জুতোর চাহিদা এমনই বাড়ছে যে, খাওয়া-দাওয়া ভুলে আপাতত জুতো তৈরিতেই মন দিয়েছেন কর্মীরা।