Jammu and Kashmir: পুঞ্চের জঙ্গলে আগুন, একের পর এক ল্যান্ডমাইন বিস্ফোরণে আতঙ্ক জম্মু কাশ্মীরে

গত ৩ দিন ধরে পুঞ্চের ওই জঙ্গল জ্বলতে শুরু করে। সীমান্তবর্তী এলাকায় আগুন নেভাতে সেনা বাহিনী চেষ্টা শুরু করে। গত ২ দিন ধরে আগুন নিয়ন্ত্রণে না আসায়, আজ একের পর এক ল্যান্ডমাইনে বিস্ফোরণ শুরু হয়।

Jammu-and-Kashmir (Photo Credit: ANI)

জম্মু, ১৮ মে:  জম্মুর (Jammu) জঙ্গলে আগুনের জেরে পরপর বিস্ফোরণ (Explosion) ল্যান্ডমাইনে। বুধবার পুঞ্চের নিকটবর্তী জঙ্গলের আগুন ধরে যায়। যার জেরে সীমান্ত এলাকায় থাকা একাধিক ল্যান্ডমাইনে আগুন ধরে যায় এবং পরপর বিস্ফোরণের শব্দ মেলে। অনুপ্রবেশ রুখতে ভারত-পীক সীমান্তে যে ল্যান্ডমাইন বিছিয়ে রাখা হয়, সেখানেই আজ একের পর এক বিস্ফোরণ হয় বলে জানা যায়।

গত ৩ দিন ধরে পুঞ্চের ওই জঙ্গল জ্বলতে শুরু করে। সীমান্তবর্তী এলাকায় আগুন নেভাতে সেনা বাহিনী চেষ্টা শুরু করে। গত ২ দিন ধরে আগুন নিয়ন্ত্রণে না আসায়, আজ একের পর এক ল্যান্ডমাইনে বিস্ফোরণ শুরু হয়। যদিও ওই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে গাম্ভির, নিক্কা, ব্রক্ষ্মণা,  মোঘালা-সহ একাধিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:  Pallavi Dey Death: পল্লবী দে-র পরিবারের অভিযোগের মাঝেই মুখ খুললেন সাগ্নিকের মা, দেখুন

যে এলাকায় আগুনের শিখা দেখা যায়, সেই সব জায়গায় জোর কদমে উদ্ধার কাজ শুরু করে সেনা বাহিনী।



@endif