Jammu and Kashmir: নিয়ন্ত্রণ রেখায় জঙ্গি অনুপ্রবেশ রুখল বাহিনী, নিকেশ ১ জঙ্গি; শহদি BSF কনস্টেবল
জঙ্গি অনুপ্রবেশ (Anti-Infiltration Operation) রুখতে গিয়ে শহিদ এক বিএসএফ কনস্টেবল। শহিদ জওয়ানের নাম সুদীপ সরকার (Constable Sudip Sarkar)। গতরাতে কাশ্মীরের মাচিল সেক্টরে (Machil Sector) টহলরত দল সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এরপরই সেখানে অভিযান চালিয়ে দেখা যায় কয়েকজন জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করছে। বাহিনীর গুলিতে এক জঙ্গি নিকেশ হয়। কনস্টেবল সুদীপ সরকার শহিদ হন। ঘটনাস্থান থেকে একটি একে-৪৭ রাইফেল ও ২টি ব্যাগ উদ্ধার করা হয়।
শ্রীনগর, ৮ নভেম্বর: জঙ্গি অনুপ্রবেশ (Anti-Infiltration Operation) রুখতে গিয়ে শহিদ এক বিএসএফ কনস্টেবল। শহিদ জওয়ানের নাম সুদীপ সরকার (Constable Sudip Sarkar)। গতরাতে কাশ্মীরের মাচিল সেক্টরে (Machil Sector) টহলরত দল সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এরপরই সেখানে অভিযান চালিয়ে দেখা যায় কয়েকজন জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করছে। বাহিনীর গুলিতে এক জঙ্গি নিকেশ হয়। কনস্টেবল সুদীপ সরকার শহিদ হন। ঘটনাস্থান থেকে একটি একে-৪৭ রাইফেল ও ২টি ব্যাগ উদ্ধার করা হয়।
প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেছেন, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় অবস্থিত মাচিল সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় বেড়ার কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের সন্দেহজনক চলাফেরা শনাক্ত করা হয়। এরপর জঙ্গিদের তাড়া করে বাহিনী। গুলি বিনিময়ে এক জঙ্গি নিহত হয়। ঘটনাস্থান থেকে একটি একে-৪৭ রাইফেল এবং দুটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। আরও পড়ুন: Uttar Pradesh Shocker: শারীরিক সম্পর্কে নারাজ, উত্তরপ্রদেশে দলিত কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দিল যুবক
পরে বিএসএফ-র তরফে জানানো হয়, অভিযানে গিয়ে শহিদ হয়েছেন কনস্টেবল সুদীপ সরকার।