Avalanche At Gulmarg Video: তুষারধ্বস গুলমার্গে, আটকদের উদ্ধারের চেষ্টা,দেখুন ভিডিয়ো

আফারওয়াত পর্বতে তুষার ধ্বস নামতেই বারামুলা পুলিশ সেখানে হাজির হয় এবং উদ্ধার কাজ শুরু করে। বারামুলা পুলিশের সঙ্গে উদ্ধারকারী দলের সদস্যরাও হাজির হয়ে কাজ শুরু করেছেন বলে খবর।

Avalanche Hit Gulmarg (Photo Credit: Twitter)

কনকনে ঠাণ্ডায়  কাঁপছে জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। প্রচণ্ড ঠাণ্ডায় যখন জম্মু কাশ্মীর কাঁপছে, সেই সময় তুষার ধ্বস নামল গুলমার্গে (Gulmarg)। গুলমার্গের আফারওয়াত পর্বতে তুষার ধ্বস নামে। যার জেরে জনপ্রিয় স্কাই রিসর্টে বেশ কয়েকজন স্কিয়ার আটকে পড়েছেন বলে খবর। আফারওয়াত পর্বতে তুষার ধ্বস নামতেই বারামুলা পুলিশ সেখানে হাজির হয় এবং উদ্ধার কাজ শুরু করে। বারামুলা পুলিশের সঙ্গে উদ্ধারকারী দলের সদস্যরাও হাজির হয়ে কাজ শুরু করেছেন বলে খবর। তবে ঠিক কতজন ওই রিসর্টে আটকে পড়েছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

 

দেখুন সেই ভিডিয়ো...

 

একের পর এক ভয়াবহ ভিডিয়ো উঠে আসতে শুরু করেছে গুলমার্গে তুষার ধ্বসের পর, দেখুন....