Jammu and Kashmir: জম্মুতে বড়সড় হামলার ছক ৪০০ জঙ্গির

লাইন অফ কন্ট্রোল (LAC) পেরিয়ে ভারতে হামলার ছক কষছে জঙ্গিরা। জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপর প্রান্তে কমবেশি ৪০০ জঙ্গি অপেক্ষারত। জম্মুতে হামলার ছক কষছে তারা। আপাতত লঞ্চ প্যাডে তারা অপেক্ষারত অবস্থায় রয়েছে। চলতি মাসেই যেকোনও মুহূর্তে তারা হামলা চালাতে পারে জম্মুতে। বিএসএফ সূত্রে এমনটাই খবর। বিএসএফের (BSF) নিজস্ব গোয়েন্দা বিভাগ ছাড়াও একাধিক নিরাপত্তা সংস্থা সূত্রে এমনটাই খবর মিলেছে। আগাম জঙ্গিহানার খবরে সচেতন হয়ে সীমান্তে নিরাপত্তারক্ষীর সংখ্যা একধাক্কায় বেশ কিছুটা বাড়িয়েছে ভারত।

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

জম্মু, ৬ জানুয়ারি: লাইন অফ কন্ট্রোল (LAC) পেরিয়ে ভারতে হামলার ছক কষছে জঙ্গিরা। জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপর প্রান্তে কমবেশি ৪০০ জঙ্গি অপেক্ষারত। জম্মুতে হামলার ছক কষছে তারা। আপাতত লঞ্চ প্যাডে তারা অপেক্ষারত অবস্থায় রয়েছে। চলতি মাসেই যেকোনও মুহূর্তে তারা হামলা চালাতে পারে জম্মুতে। বিএসএফ সূত্রে এমনটাই খবর। বিএসএফের (BSF) নিজস্ব গোয়েন্দা বিভাগ ছাড়াও একাধিক নিরাপত্তা সংস্থা সূত্রে এমনটাই খবর মিলেছে। আগাম জঙ্গিহানার খবরে সচেতন হয়ে সীমান্তে নিরাপত্তারক্ষীর সংখ্যা একধাক্কায় বেশ কিছুটা বাড়িয়েছে ভারত। আরও পড়ুন: Bihar: বিহারে ধরাশায়ী কংগ্রেস, ১১ বিধায়কের ইস্তফার সম্ভবনা

শীতের মরসুমে পুরু বরফের স্তরে ঢাকা থাকে পাহাড়। ঠিক সেই সময়ই ভারতে প্রবেশের পরিকল্পনা করছে জঙ্গি গোষ্ঠী। ভারতে সন্ত্রাস অভিযান চালাতে মদত রয়েছে পাকিস্তানের, এমনটাই জানাচ্ছেন বিএসএফের এক উচ্চপদস্থ আধিকারিক। সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট।

রিপোর্ট অনুযায়ী, ২০২০-তে ৪৪ জন জঙ্গির অনুপ্রবেশ ঘটেছে জম্মু-কাশ্মীরে। ২০১৯ সালে সেই সংখ্যাটা ছিল ১৪১। ২০১৮ সালে ১৪৩ জঙ্গির অনুপ্রবেশ ঘটে। জঙ্গি অনুপ্রবেশ দমনে ভারত ধাপে ধাপে বেশ সফলতার দিকে এগিয়ে গেছে। ২০২০ সালে পাকিস্তান ৫,১০০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। একাধিক লঞ্চ প্যাডে ৩০০ থেকে ৪১৫ জন জঙ্গি ভারতে হামলা চালানোর ছক কষছে। সাম্প্রতিক বেশ কয়েকটি হামলায় গুলমার্গ, বান্দিপোড়া এবং বারমুল্লার বনিয়ার দিয়ে দেশে অনুপ্রবেশ করে জম্মুতে হামলা চালায় জঙ্গিরা।