Muslims On Same Sex Marriages: সমকামী বিবাহের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জমিয়তে উলামায়ে হিন্দ-এর

সমকামী বিবাহের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টে আবেদন জমা দিল জমিয়তে উলামায়ে হিন্দও। শনিবার এই বিষয়টির বিরোধিতা করে সুপ্রিম কোর্ট যেন সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি না দেয় তারও আবেদন জানানো হয়েছে সংগঠনের তরফে।

Muslims On Same Sex Marriages: সমকামী বিবাহের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জমিয়তে উলামায়ে হিন্দ-এর
প্রতীকী ছবি

নয়াদিল্লি: সমকামী বিবাহের (same-sex marriage) বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন (application) জমা দিল জমিয়তে উলামায়ে হিন্দও (Jamiat Ulama-i-Hind)। শনিবার এই বিষয়টির বিরোধিতা করে সুপ্রিম কোর্ট যেন সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি না দেয় তারও আবেদন জানানো হয়েছে সংগঠনের তরফে।

এই বিষয়ে জমিয়তে উলামায়ে হিন্দের তরফে উল্লেখ করা হয়, সমকামী বিবাহের ধারণা পারিবারিক পরিকাঠামো (family system) ও সম্পর্কে আঘাত হানবে। মুসলিম সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী, বিয়ে হল একজন পুরুষের সঙ্গে মহিলার পবিত্র বন্ধনের বিষয়। কিন্তু, বিশ্বের কিছু জায়গায় স্বীকৃত সমকামী বিয়ের প্রচলন থাকলে ভারতে তা চালু হলে এখানকার সামাজিক পরিকাঠামো ধ্বংস হয়ে যাবে। যা কখনই কাম্য নয়।

এর আগে সমকামী বিয়ের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে প্রায় একই দাবি করা হয়েছিল ভারত সরকারের তরফে। গত ১২ মার্চ সুপ্রিম কোর্টে দায়ের করা এক পিটিশনে সরকার জানিয়েছিল, তারা সমকামী বিয়ের বিরুদ্ধে। একই সঙ্গে সরকার আদালতের কাছে আবেদন করে সমকামী বিয়ে বৈধ করার পক্ষে এলজিবিটি যুগলদের পক্ষ থেকে যেসব আবেদন করা হয়েছে সেগুলো যেন খারিজ করে দেওয়া হয়।

ওই পিটিশনে আইন মন্ত্রকের তরফে বলা হয়েছিল, "আমরা বিশ্বাস করি ভারতীয় সমাজে নানা ধরনের সম্পর্ক বিদ্যমান। এর মধ্যে বিপরীত লিঙ্গের মানুষদের মধ্যের সম্পর্ককে স্বীকৃতি দেওয়া হয় বিয়ের মাধ্যমে এবং রাষ্ট্রের এই অবস্থা বজায় রাখার পক্ষে যুক্তিসঙ্গত এবং বৈধ স্বার্থ রয়েছে। ভারতীয় সমাজের পরিবার, স্বামী, স্ত্রী এবং সন্তানের যে ধারণা তার সঙ্গে সমকামী মানুষদের একসঙ্গে থাকা এবং যৌন সম্পর্কের যে ধারণার কোনও তুলনাই হয় না।" আরও পড়ুন: পার্কিং নিয়ে গণ্ডগোলের জেরে ক্যাব চালককে বেধড়ক মারধর বেসরকারি নিরাপত্তারক্ষীদের, মুম্বই বিমানবন্দরের ভিডিয়ো

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



সম্পর্কিত খবর

Mahakumbh 2025: মহাশিবরাত্রিতে মহাকুম্ভে পবিত্র স্নানের জন্য রয়েছে দুই দিনের শুভ সময়! জেনে নিন অমৃত-স্নানের গুরুত্ব এবং নিয়ম...

Ranveer Allahbadia: আপনার মনে 'নোংরা', লজ্জিত করেছেন সমাজকে... রণবীরের নিন্দায় সরব হয়েও অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান সুপ্রিম কোর্টের

GG vs UPW, WPL 2025 Live Streaming: গুজরাট জায়ান্টস উইমেন বনাম ইউপি ওয়ারিয়র্জ উইমেন, ডব্লিউপিএল ২০২৫; সরাসরি দেখবেন যেখানে

ISL 2024-25 Live Streaming: মহামেডান এসসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে

Share Us