Karnataka Hijab Row: কর্ণাটকের প্রতিবাদী ছাত্রী মুসকানকে ৫ লক্ষ টাকার পুরস্কার দেবে জমিয়তে উলেমায়ে হিন্দ
বিবি মুসকান খানকে তার সাহসিকতার জন্য ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করল জমিয়তে উলেমায়ে হিন্দ (Jamiat Ulama-I-Hind)।
লখনউ, ১০ ফেব্রুয়ারি: হিজাব বিতর্কে উত্তাল কর্ণাটক। সেখানে হিজাব পরিহিত দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী বিবি মুসকান খানকে ঘিরে ধরে একদল যুবক দুদিন আগেই "জয় শ্রীরাম" স্লোগান দিতে থাকে। বিড়ম্বনায় পড়েও পাল্টা প্রতিবাদে রুখে দাঁড়াতে ভোলেননি ওই শিক্ষার্থী। এবার বিবি মুসকান খানকে তার সাহসিকতার জন্য ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করল জমিয়তে উলেমায়ে হিন্দ (Jamiat Ulama-I-Hind)। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করায় কর্ণাটক সরকারের বিরুদ্ধে তোপ দাগে সারা বারত মুসলিম পার্সোনাল ল বোর্ড। এই গোটা বিষয়টিকে তারা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছে। আরও পড়ুন- Cristiano Ronaldo With Little Fan: পৃথিবীর সেরা উপহার শিশুরা, খুদে সমর্থকের সঙ্গে মুষ্টি মিলিয়ে বললেন রোনাল্ডো
এই প্রসঙ্গে জমিয়তে উলেমায়ে হিন্দ সভাপতি মৌলানা মাহমুদ মাদানি বলেছেন, কলেজ ছাত্রী বিবি মুসকান কান নিজের সাংবিধানিক ও ধার্মিক অধিকার রক্ষায় যেভাবে সরব হয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসাযোগ্য।