Jaipur: পাকিস্তানি মহিলার প্রেমে হাবুডুবু, স্ত্রীকে ফোনে তিন তালাক দিয়ে পুলিশের জালে স্বামী
বিমানবন্দরেই তাঁকে আটক করে পুলিশ। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরর তাঁকে গ্রেফতার করে পুলিশ।
নয়াদিল্লিঃ স্ত্রীকে(Wife) ফোনে তিন তালাক দেওয়ার অভিযোগে বিমানবন্দর(Airport) থেকে এক ব্যাক্তিতে গ্রেফতার করল পুলিশ(Police)। জানা গিয়েছে, অভিযুক্তের নাম রহমান। কর্মসূত্রে কুয়েতে(Kuwait) থাকতেন তিনি। সোশ্যাল মিডিয়ার(Social Media) মাধ্যমে মেহবিশের সঙ্গে আলাপ হয় তাঁর। মেহবিশ পাকিস্তানের(Pakistan) বাসিন্দা। ধীরে-ধীরে মেহবিশকে মন দিয়ে ফেলেন রহমান। প্রেমের টানে ট্যুরিস্ট ভিসায় কুয়েতে রেহমানের সঙ্গে দেখাও করতে আসেন মেহবিশ। এরপর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। ফের বিয়ে করার জন্য স্ত্রী ফরিদা বানোকে(২৯) ফোনের মাধ্যমে তিন তালাক দেন রহমান। এরপরই আইনের দ্বারস্থ হন ফরিদা। স্বামী রহমানের বিরুদ্ধে যৌতুকের জন্য হয়রানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেন। তাঁদের একটি পুত্র সন্তান আছে বলে জানা গিয়েছে। বিয়ের পর থেকেই স্বামী তাঁর উপর অত্যাচার চালাত বলেও অভিযোগ আনেন ফরিদা।সোমবার, কুয়েত থেকে জয়পুরে আসেন রেহমান। বিমানবন্দরেই তাঁকে আটক করে পুলিশ। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরর তাঁকে গ্রেফতার করে পুলিশ।