Jaipur Accident: ক্রমশ মৃত্যুর কাছে নত, জয়পুর দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪
জয়পুরের এসএমএস মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ৩২ জন আহতের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটরে রেখে তাঁদের চিকিৎসা চলছে। শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে তাঁদের।
জয়পুর, ২১ ডিসেম্বরঃ ক্রমশ মৃত্যুর কাছে হার মানছেন জয়পুর পেট্রোল পাম্প বিস্ফোরণে (Jaipur Accident) আহতরা। শুক্রবার সন্ধ্যা অবধিও মৃতের সংখ্যা ছিল ৯। শনিবার সকালে সেই সংখ্যা পৌঁছে গেল ১৪। জয়পুরের অগ্নিকাণ্ডে এখনও অবধি মোট ১৪ জন মারা গিয়েছেন বলে খবর। জয়পুরের এসএমএস মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ৩২ জন আহতের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভেন্টিলেটরে রেখে তাঁদের চিকিৎসা চলছে। শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে তাঁদের। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আহতদের সুস্থ করে তোলার।
শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ জয়পুর-আজমের মহাসড়কে সাংঘাতিক এক দুর্ঘটনা ঘটে গিয়েছে। মহাসড়কের উপর একটি পেট্রোল পাম্পে এলপিজি এবং সিএনজি ট্রাকের মধ্যে সংঘর্ষে বিধ্বংসী অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। আগুন জ্বলে উঠেছিল আস্ত পেট্রোল পাম্পটিতে। পুড়ে গিয়েছে বেশ কয়েকটি গাড়ি। ভয়াবহ অগ্নিকাণ্ডের সেই দৃশ্য ধরা পড়েছে পথচলতিদের ক্যামেরায়। কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছে বিস্ফোরণের চিত্র। জ্বলন্ত পেট্রোল পাম্প বিশাল এক অগ্নিকুণ্ডের চেহারা নিয়েছিল।
আরও পড়ুনঃ জয়পুরে ভোররাতের বিভীষিকাময় অগ্নিকাণ্ডের CCTV দেখুন
দুর্ঘটনার খবর পেয়ে সেখানে গিয়েছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভোজনলাল শর্মা (Bhajan Lal Sharma)। ঘটনাস্থল খতিয়ে দেখেন তিনি। এরপর সেখান থেকে যান হাসপাতালে। আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু রাজনৈতিক নেতা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি দুর্ঘটনায় যারা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। প্রত্যেক মৃতের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।