Jagdeep Dhankhar Responds to PM Concern: কয়েকজনের দায়িত্বজ্ঞানহীনতা আমাকে আমার দায়িত্ব পালনে বাধা দেবে না, বললেন জগদীপ ধনখড় (দেখুন টুইট)
সংসদ ভবনের বাইরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের ‘নকল’ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাসতে হাসতে সেই দৃশ্য চাক্ষুস করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, আরজেডি-র মনোজ কুমার ঝা-সহ বহু সাংসদ। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য দলের সাংসদরাও। সেই অপ্রীতিকর ঘটনায় সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে তাঁর সঙ্গে কথা বলেন। উপরাষ্ট্রপতি তাঁর টুইটে বলেন মোদিজিও বলেন- যে তিনি প্রায় ২০ বছর ধরে এই ধরনের অপমানের শিকার হয়েছেন এবং এখনো হয়ে চলেছেন। কিন্তু ভারতের উপরাষ্ট্রপতির মতো একটি সাংবিধানিক অফিসে এবং সংসদেও যে এটি ঘটতে পারে তা দুর্ভাগ্যজনক।
তাঁর উত্তরে ধনখড় তাঁকে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী আমার দায়িত্ব পালনে এবং আমাদের সংবিধানে বর্ণিত নীতিগুলোকে সমুন্নত রাখতে কয়েকজনের দায়িত্বজ্ঞানহীনতা আমাকে বাধা দেবে না। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সেই মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কোন অপমান আমাকে আমার পথ পরিবর্তন করতে বাধ্য করবে না।
দেখুন সেই টুইট-