Jammu And Kashmir: কুপওয়ারায় টানা গুলির লড়াই, এনকাউন্টারে খতম পাকিস্তানি জঙ্গি

তুফেল নামে পরিচিত পাকিস্তানি জঙ্গিকে আজ খতম করা হয় কুপওয়ারায়। অন্যদিকে ত্রালের বাসিন্দা ইশতিহাক লোন নামে স্থানীয় এক জঙ্গিকেও আজ খতম করা হয়।

Security Force in J&K (Photo Credit: ANI/Twitter)

শ্রীনগর, ৭ জুন:  জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) ফের খতম লস্করের ২ জঙ্গি। যার মধ্যে একজন পাকিস্তানি।  মঙ্গলবার এমনই ২ জঙ্গিকে খতম করল জম্মু কাশ্মীর পুলিশ। আইজিপি কাশ্মীর বিজয় কুমারের তরফে এমনই জানানো হয়। রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার সকালে জম্মু কাশ্মীরের কুপওয়ারায় সেনা, জঙ্গি গুলির লড়াই শুরু হয়।  সেখানেই খতম করা হয় পরপর ২ জঙ্গিকে।  যার মধ্যে একজন পাকিস্তানি বলে জানা যায়।

জানা যাচ্ছে, তুফেল নামে পরিচিত পাকিস্তানি  (Pakistan) জঙ্গিকে আজ খতম করা হয় কুপওয়ারায়।  অন্যদিকে ত্রালের বাসিন্দা ইশতিহাক লোন নামে স্থানীয় এক জঙ্গিকেও আজ খতম করা হয়। যে ২ জঙ্গিকে আজ খতম করা হয়, তাদের কাছ থেকে একে ৪৭ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:  Terrorist Arrested in Bengaluru: কাশ্মীরে হিন্দুদের খুনের পরিকল্পনা, বেঙ্গালুরু থেকে গ্রেফতার হিজবুল জঙ্গি

এদিকে জম্মু কাশ্মীরে যখন ২ জঙ্গিকে খতম করার প্রক্রিয়া শুরু হয়, সেই সময় বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় এক হিজবুল জঙ্গিকে।  জম্মু কাশ্মীরে হিন্দুদের খুনের পরিকল্পনা করছিল এই হিজবুল জঙ্গি।  আগে থেকে সেই খবর পেয়ে বেঙ্গালুরু পুলিশের সাহায্যে ওই হিজবুল জঙ্গিকে গ্রেফততার করে বেঙ্গালুরু পুলিশ।



@endif