Prajwal Revanna: দোষী সাব্যস্থ হলে নাতির শাস্তি নিয়ে কোনও আপত্তি থাকবে না, স্পষ্ট বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রীর
নাতি প্রজ্জ্বল রেভান্না একাধিক মহিলার সঙ্গে যৌন হেনস্থা মামলায় অভিযুক্ত। এমনকী তাঁর বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধেও উঠেছে যৌন কেলেঙ্কারি মামলা। সবমিলিয়ে নির্বাচনের আবহে ঘরে বাইরে প্রবল চাপে রয়েছে জেডিএস সুপ্রিমো এইচ ডি দেবেগৌড়া (HD Deve Gowda)। এই অবস্থায় নাতির মাথা থেকে হাত তুলে নিলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, দোষী সাব্যস্থ হলে অবশ্যই প্রজ্জ্বলের বিরুদ্ধে শাস্তি হবে।
এদিন দেবেগৌড়া বলেন, ছেলে এইচ ডি কুমারস্বামী দল এবং পরিবারের তরফ থেকে প্রজ্জ্বল রেভান্না এবং এইচ ডি রেভান্না সম্পর্কে যা বলার বলে দিয়েছেন। আমার এই নিয়ে নতুন করে কিছু বলার নেই। সরকার সবরকম আইনি উপায়ে প্রজ্জ্বলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। তবে এইচ ডি রেভান্নার বিরুদ্ধে টার্গেট করেই আক্রমণ করা হচ্ছে। এই মামলায় অনেকেই জড়িত আছে। সমস্ত নির্যাতিতা নারীর ন্যায়বিচারের আবেদন জানাই।
প্রসঙ্গত, ভোটের আবহে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে ধর্ষণ করার অভিযোগ ওঠে। এই নিয়ে একাধিক গোপন ভিডিও প্রকাশ্যে আসে। যেখানে প্রজ্জ্বলের দানবীয় রূপ প্রকাশ্যে আসে। আর তারপর থেকেই ফেরার রয়েছেন সাংসদ তথা জেডিএসের প্রার্থী।