Israel-Hamas War: মিসাইলের আঘাত নিহত কেরলের ম্যাক্সওয়েল, কে তিনি, কী কারণে যান ইজরায়েলে
৩১ বছরের পতনিবিন ম্যাক্সওয়েল কেরলের কোল্লামের বাসিন্দা। মাত্র ২ মাস আগে কেরল থেকে ইজরায়েলে যান পতনিবিন কাজের জন্য। যখন উত্তর ইজরায়েলে মিসাইল ছোঁড়ে হেজবুল্লা, সেই সময় ফার্মে কাজ করছিলেন ম্যাক্সওয়েল।
দিল্লি, ৫ মার্চ: লেবাননের (Lebanon) হেজবুল্লা জঙ্গিদের ছোঁড়া মিসাইলের আঘাতে নিহত হন পতনিবিন ম্যাক্সওয়েল নামে এক ব্যক্তি। কেরলের (Kerala) বাসিন্দা পতনিবিন ম্যাক্সওয়েলের পাশাপাশি আরও ২ জন আহত হন। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় শোরগোল। পতনিবিন ম্যাক্সওয়েলের দেহ যাতে ভারতে নিয়ে আসা যায়, তার চেষ্টা শুরু হয়েছে বলে খবর। কে এই পতনিবিন ম্যাক্সওয়েল?
জানা যাচ্ছে, ৩১ বছরের পতনিবিন ম্যাক্সওয়েল কেরলের কোল্লামের বাসিন্দা। মাত্র ২ মাস আগে কেরল থেকে ইজরায়েলে যান পতনিবিন কাজের জন্য। যখন উত্তর ইজরায়েলে মিসাইল ছোঁড়ে হেজবুল্লা, সেই সময় ফার্মে কাজ করছিলেন ম্যাক্সওয়েল। কোল্লামের বাড়িতে ম্যাক্সওয়েলের বছর পাঁচের সন্তান রয়েছে। সেই সঙ্গে অন্তঃসত্ত্বা স্ত্রী। ম্যাক্সওয়েলের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা বলে খবর। ম্যাক্সওয়েলরা ৩ ভাই। তাঁর এক দাদাও রয়েছেন ইজরায়েলে কাজের সূত্রে।
আরও পড়ুন: Israel-Hamas War: হেজবুল্লার মিসাইলের আঘাতে ভারতীয়র মৃত্যুর ঘটনায় বিস্মিত ইজরায়েল
উত্তর ইজরায়েলের যেখানে ম্যাক্সওয়েলের মৃত্যু হয়, সেখানে তাঁর দাদা পৌঁছে গিয়েছেন। ম্যাক্সওয়েলের পরিবার ভারতীয় দূতাবাসের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছে। আগামী ৪ দিনের মদ্যে ম্যাক্সওয়েলের দেহ ভারতে নিয়ে আসা যাবে বলে খবর। ম্যাক্সওয়েলের সঙ্গে আরও যে ২ জন আহত হন, তাঁরাও উত্তর ইজরায়েলের ওই ফার্মে কাজ করছিলেন একসঙ্গে। তবে জখম হলেও ২জনই জীবিত বলে খবর। ওই ২ জনও কেরলের ইদুকি জেলার বাসিন্দা বলে খবর।