Israel-Hamas War: যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে ভারতীয়কে উদ্ধার দিল্লির, দেখুন ভিডিয়ো

কাশ্মীরের বাসিন্দা লুবনা নাজিরের সঙ্গে এরপর কায়রোতে যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানকার কর্মীরা যোগাযোগ করেন। কায়রোর ভারতীয় দূতাবাসের কর্মীদের সঙ্গে তেল আভিভ এবং রামাল্লায় দিল্লির যে অফিস রয়েছে, সেখানকার কর্মীরা কথা বলে স্বকন্যা লুবনাকে সেখান থেকে সরানো হয়।

Indian National Leaves Gaza (Photo Credit: Twitter/PTI)

মেয়েকে নিয়ে গাজা স্ট্রিপ থেকে বেরিয়ে পড়লেন ভারতীয় লুবনা নাজির নামে এক মহিলা। গাজার অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করায়, সেখান থেকে বেরিয়ে যেতে চান বলে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন লুবনা। এরপর ভারতীয় দূতাবাসের তরফে লুবনা এবং তাঁর কন্যাকে কীভাবে গাজা ভূখণ্ড থেকে বের করা হয়, তার চেষ্টা শুরু  হয়। কাশ্মীরের বাসিন্দা লুবনা নাজিরের সঙ্গে এরপর কায়রোতে যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানকার কর্মীরা যোগাযোগ করেন। কায়রোর ভারতীয় দূতাবাসের কর্মীদের সঙ্গে তেল আভিভ এবং রামাল্লায় দিল্লির যে অফিস রয়েছে, সেখানকার কর্মীরা কথা বলে স্বকন্যা লুবনাকে সেখান থেকে সরানো হয়।

 

গাজার পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেখানে বিদ্যুৎ ব্যবস্থা যেমন ভেঙে পড়েছে, তেমনি জল, খাবার মিলছে না। ইন্টারনেট সংযোগও নেই বলে জানান লুবনা নাজির।