Israel-Hamas War: 'ভারত সন্ত্রাসবাদ বিরোধী', ইজরায়েলের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রী মোদীর

ইজরায়েলের সঙ্গে হামাস জঙ্গিদের যুদ্ধ যখন ৪ দিনে পড়ল, সেই সময় ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি জানান, ইজরায়েলের প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবগত করেন।

Narendra Modi, Benjamin Netanyahu (Photo Credit: Twitter)

দিল্লি, ১০ অক্টোবর : ইজরায়েলের পাশে দাঁড়াল ভারত। এই কঠিন সময়ে ভারতের প্রতিটি মানুষ ইজরায়েলের পাশে রয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইজরায়েলের সঙ্গে হামাস জঙ্গিদের যুদ্ধ যখন ৪ দিনে পড়ল, সেই সময় ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি জানান, ইজরায়েলের প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবগত করেন। এরপরই প্রধানমন্ত্রী জানান, এই কঠিন পরিস্থিতিতে ভারত সব সময় ইজরায়েলের পাশে রয়েছে। ভারত সর্বতভাবে, দৃঢ়ভাবে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং নিন্দা করে বলেও জানান প্রধানমন্ত্রী।

 

এদিকে ইজরায়েল হামাসকে পরাজিত করবে। এই যুদ্ধ ইজরায়েল শুরু করেনি। কিন্তু 'বর্বর' হামাসকে শিক্ষা দেওয়া হবে। হামাসকে পরাজিত করলে, সভ্য বিশ্ব এগোতে পারবে বলেও দৃঢ় কণ্ঠে জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।