Israel-Hamas War: ইজরায়েল-হামাস যুদ্ধের জেরে বাড়তে পারে অস্থিরতা, দিল্লিতে সতর্কতা, বাড়ল নিরাপত্তা
দিল্লির পাশাপাশি আরও বেশ কিছু শহরের পুলিশকেও সজাগ করা হয়েছে। ইজরায়েল, হামাস যুদ্ধের জেরে যাতে কোনওভাবে ভারতের কোথাও প্রভাব না পড়ে, সেদিকে কড়া নজর সরকারের।
দিল্লি, ১৩ অক্টোবর: ইজরায়েলে হামলা চালিয়েছে হামাস। যার পালটা উত্তর দিতে শুরু করেছে ইজরায়েলও। ইজরায়েল-হামাস যুদ্ধের জেরে অস্থিরতা বাড়তে পারে। গোয়েন্দা সূত্রে এমন তথ্য পাওয়ার পর এবার রাজধানী দিল্লির নিরাপত্তা বাড়ানো হল। শুক্রবারে অর্থাৎ জুম্মাবারে যাতে কোনও ধরনের অশান্তি বা গন্ডগোল না ছড়ায়, তার জন্য দিল্লির বিভিন্ন রাস্তায় আরও বেশি করে পুলিশ মোতায়েন করা হয়। ইজরায়েলের দূতাবাস এবং ইহুদিদের প্রার্থনার জায়গা মুড়ে ফেলা কড়া নিরাপত্তার ঘেরাটোপে।
দিল্লির পাশাপাশি আরও বেশ কিছু শহরের পুলিশকেও সজাগ করা হয়েছে। ইজরায়েল, হামাস যুদ্ধের জেরে যাতে কোনওভাবে ভারতের কোথাও প্রভাব না পড়ে, সেদিকে কড়া নজর সরকারের।
প্রসঙ্গেত ইজরায়েলে হামাসের হামলার পর ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি-সহ বেশ কিছু দেশে প্যালেস্তিনীয়দের মিছিল দেখা যায়। সেখানে যেমন ইজরায়েলের বিরোধিতা করা হয় জোর কদমে, তেমনি ইহুদিদের ভয় দেখানোর কাজও শুরু হয়। ফলে ভারতে যাতে এর প্রভাব কোনওভাবে না পড়ে, সেদিকে কড়া নজর সরকারের।