Viral Picture: শিব মূর্তির মাথায় আইসিসের পতাকা, ভাইরাল ছবি ঘিরে তোলপাড়
যে শিব মূর্তির মাথায় আইসিসের পতাকা লাগানো ছবি শেয়ার করা হয়েছে, তা উত্তর কর্ণাটকের মুরুদেশ্বর টাউনের একটি সৈকতে। জঙ্গি গোষ্ঠীর ম্যাগাজিনের যে ছবি প্রকাশ্যে আসতেই স্থানীয় এলাকায় তোলপাড় শুরু হয়।
বেঙ্গালুরু, ২৩ নভেম্বর: জঙ্গি গোষ্ঠী আইসিসের (ISIS) একটি অনলাইন ম্যাগাজিনের ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। উত্তর কর্ণাটকের একটি শিব মূর্তির মাথায় আইসিসের পতাকা লাগানোর ছবি শেয়ার করা হয়েছে ওই জঙ্গি গোষ্ঠীর অনলাইন ম্যাগাজিনে। আংশুল সাক্সেনা বলে এক ব্যক্তি তাঁর নিডের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন। যা প্রকাশ্যে আসতেই কর্ণাটকের (Karnataka) ওই অঞ্চলে জোর গুঞ্জন শুরু হয়েছে।
যে শিব মূর্তির মাথায় আইসিসের পতাকা লাগানো ছবি শেয়ার করা হয়েছে, তা উত্তর কর্ণাটকের মুরুদেশ্বর টাউনের একটি সৈকতে। জঙ্গি গোষ্ঠীর ম্যাগাজিনের যে ছবি প্রকাশ্যে আসতেই স্থানীয় এলাকায় তোলপাড় শুরু হয়।
আরও পড়ুন: Javed Akhtar: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, অভিষেকের দিল্লির বাড়িতে জাভেদ আখতার
আইসিসের অনলাইন ম্যাগাজিনে বিতর্কিত ছবি শেয়ারের সঙ্গে সঙ্গে একটি ক্যাপশনও যোগ করা হয়। যেখানে লেখা হয়, ''ইটস টাইম টু কাম টু ব্রেক ফলস গডস।'' আংশুল সাক্সেনা যখনই নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ছবি এবং তার ক্যাপশন শেয়ার করেন, তা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়ে যায়।