সাহসী লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন মোনালিসা বা ঝুমা বৌদি (Jhuma Boudi)। দুবাইয়ের বিখ্যাত Sheraton, Mall of the Emirates হোটেল থেকে সাহসী ফটোশুট মোনালিসার (Monalisa)। নিজের ফেসবুক পেজে এই ছবিতে রোমান্টিক ক্যাপশন দিয়েছেন। আর তার হট ও সেক্সি ছবি দেখে চোখ সরছে না নেটিজেনদের। শেয়ার আর কমেন্টে ভরে গেছে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

একটি হালকা নীল ও সাদা রঙের ফুলেল শর্ট ড্রেসে, অনেকটা বেরিয়ে আছে ভারি স্তন। বেরিয়ে আছে উরু। বোল্ড লুকে ঝড় ঝুমা বৌদির। এর সাথে ক্যামেরায় আর্কষনীয় লুক দিয়েছে। কখনো বিছানায় বসে, কখনো আবার সোফায় সাহসী লুক। শর্ট ড্রেসে সেক্সি শরীর জুড়ে যেন আগুন ঝড়ছে। এর সাথে গ্ল্যামারের ছোঁয়া গোটা শরীরে। ভক্তরা প্রশংসা করেছেন তার ছবি দেখে। অভিনয় আর ফ্যাশন জগতের এখন অন্যতম নাম মোনালিসা। মডেল হিসেবে তিনি বিখ্যাত। এখন তিনি প্রতিদিনই দুবাই থেকে বিভিন্ন রকম ছবি পোস্ট করছেন। অভিনয় জগতে অভিনয়ের মধ্যে দিয়ে তিনি ঝুমা বৌদি নামে পরিচিত লাভ করেছিলেন।