IRCTC Partners With Amazon For Train Ticket Booking: ভ্রমণ এখন আরও সহজ, আমাজন মারফত কাটুন ট্রেনের টিকিট
ট্রেনের টিকিট কাটা এখন আরও সহজ। জামাকাপড় মোবাইল শপিংয়ের মাঝেই কেটে ফেলুন এবার টিকিট। আমাজন নিয়ে এসেছে আপনার কাছে সেই সুযোগ। আমাজনের (Amazon) মোবাইল ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আপনি যেকোনও জায়গায় যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেন। আইআরসিটিসি (IRCTC)-র সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই দুর্দান্ত সুযোগ যাত্রীদের জন্য নিয়ে এসেছে আমাজন। এর জেরে টিকিট বুকিংয়ের বিষয়টি আরও অনেক বেশি সহজ হল যাত্রীদের কাছে।
নয়াদিল্লি, ৭ অক্টোবর: ট্রেনের টিকিট কাটা এখন আরও সহজ। জামাকাপড় মোবাইল শপিংয়ের মাঝেই কেটে ফেলুন এবার টিকিট। আমাজন নিয়ে এসেছে আপনার কাছে সেই সুযোগ। আমাজনের (Amazon) মোবাইল ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আপনি যেকোনও জায়গায় যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেন। আইআরসিটিসি (IRCTC)-র সঙ্গে গাঁটছড়া বেঁধেই এই দুর্দান্ত সুযোগ যাত্রীদের জন্য নিয়ে এসেছে আমাজন। এর জেরে টিকিট বুকিংয়ের বিষয়টি আরও অনেক বেশি সহজ হল যাত্রীদের কাছে।
আমাজনের থেকে টিকিট কাটার ক্ষেত্রে লাভবান হবেন যাত্রীরাই। এক্ষেত্রে জাস্ট ওয়ান ক্লিকেই পেমেন্ট করে টিকিট বুক করতে পারবেন আপনি। কোনও অতিরিক্ত সার্ভিস চার্জ লাগছে না এবং থাকছে ক্যাশব্যাক অফারও। প্রথমবার বুকিংয়ে প্রাইম কাস্টমররা পেয়ে যাবেন ১২০ টাকার ক্যাশব্যাক আর নন-প্রাইম কাস্টমাররা পেয়ে যাবেন টিকিটের দামের উপর ১০ শতাংশ কিংবা ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
আমাজন ইন্ডিয়া থেকে কীভাবে ট্রেন টিকিট বুক করবেন?
১. amazon.in অ্যাপ থেকে ট্রেনের টিকিট বুক করা যাবে।
২. Amazon Pay ট্যাব থেকে গ্রাহকেরা টিকিট বুক করতে পারবেন ট্রেন/ট্রাভেল ক্যাটাগরি সিলেক্ট করে।
৩. অন্যান্য পোর্টালের মতই গন্তব্য স্থান এবং ট্রাভেলের তারিখ বাছাই করে টিকিট কাটতে হবে।
৪. আমাজন পে ব্যালেন্স কিংবা অন্য কোনও ডিজাটাল পেমেন্ট অপশন সিলেক্ট করে টাকা পে করতে হবে।
৫. আমাজন মারফতই আপনি টিকিট প্রয়োজনে বাতিল করতে পারবেন। আমাজন ইন্ডিয়ার ইওর অর্ডারস সিলেক্ট করতে হবে।
শুধু টিকিট কাটাই নয়। সিট এবং কোটা সম্পর্কেও সমস্ত তথ্য চেক করতে পারবেন যাত্রীরা। এছাড়া পিএনআর স্টেটাস চেক করার অপশনও পাওয়া যাবে এখানে। যাত্রীরা এই অনলাইন পোর্টাল থেকেই টিকিট ডাউনলোড করতে পারবেন।
কীভাবে এই অফার পাওয়া যাবে?
১. Amazon.in-র ‘Train Tickets’ অপশন সিলেক্ট করুন।
২. এবার আপনার পছন্দের ট্রেন বেছে নিন।
৩. পেমেন্ট সিলেকশন পেজে গিয়ে নির্দিষ্ট অফার সিলেক্ট করে নিন এবং
নিজের পেমেন্ট সম্পন্ন করুন।