Internet Blocked In Parts Of Delhi: দিল্লির অনেকাংশে চলছে না ইন্টারনেট, বন্ধ এসএমএস, সরকারি নির্দেশিকা উঠলেই পরিষেবা চালুর আশ্বাস এয়ারটেলের
সংশোধিত নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act) প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজধানী। কখনও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বর তো কখনও সীলামপুর জাফরাবাদ, আজ থেকে উত্তাল হচ্ছে লালকেল্লা সংলগ্ন এলাকা। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা (internet, SMS services) কাজ করছিল না। এমনকী ভয়েস কল, এসএমএসও বন্ধ। প্রায় বাধ্য হয়েই পরিষেবা সংস্থা এয়ারটেলের কাছে কারণ জানতে চান এক গ্রাহক (Airtel user)। তার উত্তর ভারতী এয়ারটেলের তরফে জানানো হয় সরকারি নির্দেশ মেনেই দিল্লির (Delhi) কয়েকটি জায়গায় মোবাইল ইন্টারনেট, ভয়েস কল ও এসএমএস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
নতুন দিল্লি, ১৯ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইনের (Citizenship Amendment Act) প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজধানী। কখনও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বর তো কখনও সীলামপুর জাফরাবাদ, আজ থেকে উত্তাল হচ্ছে লালকেল্লা সংলগ্ন এলাকা। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা (internet, SMS services) কাজ করছিল না। এমনকী ভয়েস কল, এসএমএসও বন্ধ। প্রায় বাধ্য হয়েই পরিষেবা সংস্থা এয়ারটেলের কাছে কারণ জানতে চান এক গ্রাহক (Airtel user)। তার উত্তর ভারতী এয়ারটেলের তরফে জানানো হয় সরকারি নির্দেশ মেনেই দিল্লির (Delhi) কয়েকটি জায়গায় মোবাইল ইন্টারনেট, ভয়েস কল ও এসএমএস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। নির্দেশিকা উঠে গেলেই ফের পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।
উল্লেখ্য, উত্তরপূর্ব দিল্লির সীলামপুর এবং ব্রিজপুরীতে গত কয়েকদিন ধরে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ সংঘর্ষ চলছে। পুলিশকে দেখে পাথর, ইট কোনও কিছু ছুঁড়তেই দ্বিধা করচে না বিক্ষোভকারীরা। এই ঘটনায় ৬জনকে গ্রেপ্তারও করা হয়েছে। দুটি বেসরকারি বাস, দুটি জওয়ানদের বাস ও বেশ কয়েকটি বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। এর জেরে দিল্লির পরিস্থিতি এখন থমথমে। লালকেল্লা লাগোয়া এলাকা ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। চারজনের জমায়েতেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। যাতে বিক্ষেভের ভিডিও দেখিয়ে নতুন করে অশান্তি দানা বাঁধতে না পারে সেজন্য আইটিও-সহ উত্তর-পূর্ব দিল্লিতে মোবাইল পরিষেবা বিঘ্নিত। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার সঙ্গে অনেকে ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর জমানায় জরুরি অবস্থার সঙ্গে তুলনা করেছেন। আরও পড়ুন-Ramachandra Guha Detained: বেঙ্গালুরুতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখাতে গিয়ে আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ
এদিকে সকাল থেকে যখন রাজধানীর একাংশের বাসিন্দারা দেখলেন আর ইন্টারনেট কাজ করছে না, তখনই ইউজারদের অনেকেই ভারতী এয়ারটেলে টুইট করেন। কাস্টমার কেয়ার বিভাগের কর্মীরা সেই টুইট পেয়েছেন। প্রত্যুত্তোরও দিয়েছে ওই মোবাইল নেটওয়ার্ক সংস্থা। জানানো হয়েছে, সরকারি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, আপনার এলাকায় ভয়েস কল, ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সরকারি নির্দেশ উঠে গেলেই আবার পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। এই অসুবিধার জন্য এয়ারটেলের তরফে দুঃখও প্রকাশ করা হয়েছে। তবে এই সংক্রান্ত টুইটগুলিকে পরে ডিলিট করে দেওয়া হয়।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)