World's Most Costliest Mango: ২ লক্ষ টাকা কেজি আম! ওড়িশায় চাষ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামী আমের

১,২০০র বেশি প্রজাতির আম চাষ হয় সারা ভারত জুড়ে। প্রজাতি অনুযায়ী আমের দামের ওঠা নামা করে। তবে ২ লক্ষ টাকা কেজি দড়ে কখনও আম কিনেছেন!

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

World's Most Costliest Mango: গরমকাল মানের সুস্বাদু, রসালো আমের সম্ভার। আম খেতে ভালোবাসেন না এমন মানুষ মনে হয় চর্চ জ্বালিয়ে খুঁজলেও মিলবে না। আর সেই কারণেই হয়ত ভারতের জাতীয় ফল হিসাবে আমকেই (Mango) চিহ্নিত করা হয়েছে। ১,২০০র বেশি প্রজাতির আম চাষ হয় সারা ভারত জুড়ে। প্রজাতি অনুযায়ী আমের দামের ওঠা নামা করে। তবে ২ লক্ষ টাকা কেজি দড়ে কখনও আম কিনেছেন! কিনা তো দূর, এমন দামের আম কখনও চোখে দেখেছেন কিংবা কানে শুনেছেন!

তবে ওড়িশার (Odisha) এক চাষি নিজের খামারে সেই আমই চাষ করছেন। যার মূল্য প্রতি কেজি ২ লক্ষ টাকা। শুনতে অবাক লাগলেও এমনটিই সত্যি। আর এই আমকেই বিশ্বের সবচেয়ে দামী আম হিসাবে চিহ্নিত করা হয় (World's Most Costliest Mango)।

ওড়িশার বারগড় জেলার পাইকমল ব্লকের নীলধর গ্রামের বাসিন্দা চন্দ্রবাবু সত্যনারায়ণ তাঁর জমিতে নানা ধরণের আমের চাষ করে থাকেন। আর সেখানেই তিনি ফলিয়েছেন মিয়াজাকি প্রজাতির আম (Miyazaki Variety of Mangoes)। যা মূলত জাপানি জাতের আম। যার মূল্য প্রতি কেজি ২ লক্ষ টাকা। বিদেশে এই আমের ব্যাপক চাহিদা রয়েছে।

এই আম কেবল দেখতে সুন্দর তা নয়, স্বাদের দুর্দান্ত। আমের অন্যান্য প্রজাতির তুলনায় একেবারে অন্যরকম এর স্বাদ। মিয়াজাকি আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি। সেই সঙ্গে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, ফাইবার পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম। যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুস্বাস্থ্য গড়ে তুলতেও সহায়তা করে।