WB Weather Update: চৈত্রের গরমেই নাভিশ্বাস বঙ্গবাসীর, তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করা হল পশ্চিমের জেলাতে
বিশেষ বার্তায় আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন বুধ থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আর্দ্রতাযুক্ত প্রচন্ড গরম পড়বে ।
চৈত্রের গরমেই নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর ৷ আগামী মাসগুলিতে গরমের তীব্রতা কতটা হবে তা নিয়ে চিন্তিত সকলেই ৷ তবে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী ৫ দিন তাপে পুড়বে দক্ষিণবঙ্গ ৷ তাপপ্রবাহের জন্য পশ্চিমের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ।পশ্চিমের জেলাগুলিতে দিনের সর্ব্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে ৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। বাকি জেলাগুলিতে আগামী চার-পাঁচ দিন সর্ব্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই-তিন ডিগ্রি উপরে থাকার সম্ভাবনা।
বিশেষ বার্তায় আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন বুধ থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আর্দ্রতাযুক্ত প্রচন্ড গরম পড়বে ।
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন আবহাওয়াবিদরা । বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে । কলকাতাতেও চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছোঁবে ।আজ কলকাতায় দিনের সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশী। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের ৩ ডিগ্রি উপরে- ২৮ দশমিক ৫ ডিগ্রী ডিগ্রি সেলসিয়াস।
চলতি সপ্তাহেই 40 ছোঁবে তাপমাত্রা, তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি একাধিক জেলায় - WB WEATHER REPORT #etvbharat #etvbharatwestbengal #WeatherUpdate #weatheralert #weatherreport https://t.co/6afHGICTNV
— ETVBharat West Bengal (@ETVBharatWB) April 2, 2024