Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে হামলা! পাথরের আঘাতে ভাঙ্গল কাঁচের দরজা (দেখুন ছবি)

সোমবার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যখন হাওড়া স্টেশনের দিকে আসছিল সেই সময় কুমারগঞ্জ স্টেশনের কাছে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। দুষ্কৃতীদের মুর্হুমুর্হু পাথরের হামলায় ভেঙে যায় ট্রেনের কাচের দরজা।

Stone Pelted on Bande Varat Photo Credit: Twitter@ANI

৩০ ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে ভার্চুয়ালি উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না এলেও হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১ জানুয়ারি থেকেই সাধারণ যাত্রীর জন্য খুলে দেওয়া হয় বন্দে ভারত এক্সপ্রেসের দরজা। বুধবার বাদ দিয়ে সপ্তাহে ৬ দিনই চলছে এই ট্রেন।কিন্তু শুরু হওয়ার ৪ দিনের মধ্যেই  বিতর্কে যাত্রীদের জন্য চালু হওয়া হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।  সোমবার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যখন হাওড়া স্টেশনের দিকে আসছিল সেই সময় কুমারগঞ্জ স্টেশনের কাছে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। দুষ্কৃতীদের মুর্হুমুর্হু পাথরের হামলায় ভেঙে যায় ট্রেনের কাচের দরজা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও দ্রুত হামলার জায়গা পেরিয়ে এগিয়ে চলতে শুরু করে বন্দে ভারত।

ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে , গাড়ির একটি প্রধান দরজার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে  কোনো যাত্রী আহত হয়নি এবং এই কারণে ট্রেন ছাড়তেও দেরি হয়নি। রেলওয়ে আইনের ১৫৪নং ধারায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।