Ustad Bismillah Khan Yuva Puraskar: ৮২ জন তরুণ শিল্পীকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে ভূষিত করবে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রক
আগামীকাল নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে ২০২২ এবং ২০২৩সালের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার প্রদান করবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত । মোট ৮২ জন তরুণ শিল্পীকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে ভূষিত করা হবে। সঙ্গীত নাটক আকাদেমি ২০০৬ সালে ৪০ বছর বয়স পর্যন্ত তরুণ পারফর্মিং আর্ট অনুশীলনকারীদের জন্য র নামে পুরস্কারটি চালু করে।
এই পুরস্কারের লক্ষ্য হল সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্পকলা এবং দেশের অন্যান্য সহযোগী পরিবেশন শিল্পের ক্ষেত্রে তরুণ শিল্পীদের উৎসাহিত করা এবং অনুপ্রাণিত করা। দিল্লিতে এবং দিল্লির বাইরেও অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্পকলা এবং পুতুলশিল্পের ক্ষেত্রে অসামান্য তরুণ শিল্পীদের এই পুরস্কার দেওয়া হয়। যুব পুরস্কার ২৫ হাজার টাকা নগদ পুরস্কার, একটি ফলক এবং একটি অঙ্গবস্ত্রম বহন করে।